ফের কোর্টে ১১ কাউন্সিলর

তাঁদের আইনজীবী পার্থ ঘোষ জানান, মামলার আবেদনে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে ১১ জন কাউন্সিলর পুরপ্রধান শঙ্কর আঢ্যকে অপসারণের দাবি তুলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৯ ০১:২০
Share:

কলকাতা হাইকোর্ট।

তাঁদের অনাস্থা বৈঠকের সিদ্ধান্তকে বৈধতা দেওয়ার আবেদন জানিয়ে বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ফের মামলা করলেন বনগাঁ পুরসভার ১১ জন তৃণমূল-ত্যাগী কাউন্সিলর।

Advertisement

তাঁদের আইনজীবী পার্থ ঘোষ জানান, মামলার আবেদনে বলা হয়েছে, সংখ্যাগরিষ্ঠতার জোরে ১১ জন কাউন্সিলর পুরপ্রধান শঙ্কর আঢ্যকে অপসারণের দাবি তুলেছেন। তিন দলত্যাগী কাউন্সিলরকে অনাস্থা বৈঠক ডাকার নির্দেশ দিয়েছিল হাইকোর্টই। কিন্তু শঙ্কর তাঁর ন’জন অনুগামীকে নিয়ে আগেভাগে বৈঠক ডেকে নিজের পুরপ্রধান-পদ বজায় রাখেন।

পরে দলত্যাগী ১১ জন কাউন্সিলর বৈঠক করে শঙ্করকে সরিয়ে দেন। তাঁদের সিদ্ধান্তকে বৈধতা দেওয়া হোক।

Advertisement

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement