ফাইল চিত্র।
ভবানীপুর আসনে প্রার্থী হিসাবে আগেই তাঁর নাম ঘোষণা করেছে দল। সেই মতো আজ, শুক্রবার বেলা ১২টা নাগাদ মনোনয়ন জমা দিতে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফলে আজ তাঁর মনোনয়ন সংক্রান্ত খবরের দিকে নজর থাকবে। অন্য দিকে, নজর থাকবে মমতার বিরুদ্ধে বিজেপি-র প্রার্থী কে হবেন, সে দিকেও। এই আসনে তৃণমূল ও বামেরা প্রার্থীদের নাম ঘোষণা করলেও, বিজেপি এখনও তা পেরে ওঠেনি। আজ ভবানীপুর আসনে প্রার্থীর নাম ঘোষণা করতে পারে গেরুয়া শিবির। এ ছাড়া ওই আসনে উপনির্বাচন সংক্রান্ত সমস্ত খবরের দিকেই চোখ থাকবে।
চতুর্থ টেস্টে ঐতিহাসিক জয়ের পর আজ ফের ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারতীয় ক্রিকেট দল। এটি ভারত ও ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টেস্ট ম্যাচ। বিকেল সাড়ে ৩টে নাগাদ খেলা শুরু হওয়ার কথা। গত ম্যাচের মতো এ ম্যাচেও বিরাট কোহলীরা জয় ছিনিয়ে আনতে পারেন কি না, সেটাই দেখার। এই ম্যাচ তাঁরা জিততে পারলে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এটা অন্যতম সেরা সফর হয়ে থাকবে।
এ ছাড়া আজ নজর থাকবে তালিবানের নতুন সরকার প্রতিষ্ঠানের পর আফগানিস্তানের পরিস্থিতি এবং ত্রিপুরার রাজনৈতিক পরিস্থিতির দিকেও।