COVID-19

করোনা ঢুকল বাংলায়, তার পর এক বছর

এই এক বছরে রাজ্যে কী ভাবে ছড়াল করোনা সংক্রমণ, মৃত্যুমিছিলের গতিই বা কেমন ছিল, একনজরে তারই কিছু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ০৬:৫৮
Share:

২০২১-এর ১৭ মার্চে দাঁড়িয়েও ভয়, আতঙ্ক, উদ্বেগ পিছু ছাড়েনি।

১৭ মার্চ, ২০২০। প্রথম কোভিড ঢুকল বাংলায়। শুরু হল ভয়, আতঙ্ক, পরপর মৃত্যু। সব বর্ষপূর্তি সুখের হয় না। তবু এই বর্ষপূর্তি ফিরে দেখল আনন্দবাজার ডিজিটাল।

বুক দুরুদুরু করতে শুরু করেছিল গত বছর জানুয়ারির শেষ থেকে। দেশে ঢুকে পড়ল করোনা। রাজ্যে রাজ্যে আশঙ্কা। বাংলাতেও। এখানেও ঢুকে পড়বে না তো!

চিনের উহান থেকে ফেরা কেরলের এক ছাত্রীর দেহে করোনা সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৩০ জানুয়ারি। দেশে প্রথম সংক্রমণ। আর ১৭ মার্চ বাংলায় করোনা ঢুকল লন্ডন থেকে। আক্রান্ত এক ছাত্র। এক বছর পর ২০২১-এর ১৭ মার্চে দাঁড়িয়েও সেই ভয়, আতঙ্ক, উদ্বেগ পিছু ছাড়েনি। এমন একটা বছর আগে কখনও আসেনি।

এই এক বছরে রাজ্যে কী ভাবে ছড়াল করোনা সংক্রমণ, মৃত্যুমিছিলের গতিই বা কেমন ছিল, একনজরে তারই কিছু।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement