ফাইল চিত্র।
রাজ্য পুলিশ দিয়েই হবে কলকাতা পুরসভার ভোট। এমননটাই জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আর কেন্দ্রীয় বাহিনীর দাবিতে সরব হয়েছে বিজেপি। তারা সুপ্রিম কোর্টে স্পেশ্যাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করেছে। গত শুনানিতে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এন ভি রমণা বলেছিলেন, তিনি বিষয়টি দেখেবন। আজ, শুক্রবার ওই মামলার শুনানি হতে পারে সর্বোচ্চ আদালতে। ফলে পুরভোটে কেন্দ্রীয় বাহিনী আসবে নজর থাকবে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো
হাই কোর্টে পুরভোট মামলা
একসঙ্গে সব পুরসভায় ভোট চেয়ে মামলা করেছিল বিজেপি। এ বার তাদের আবেদন— কলকাতা-সহ রাজ্যের পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। এ নিয়ে আজ শুনানি রয়েছে কলকাতা হাই কোর্টে। বেলা ১১টা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে হতে পারে শুনানি।
বিপিন রাওয়তের শেষকৃত্য
আজ সকাল ১১টা থেকে রাওয়তের দেহ রাখা থাকবে তাঁর দিল্লির বাড়িতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ ও পরিবারের সদস্যরা। সাড়ে ১২টা থেকে দুপুর ২টো পর্যন্ত শ্রদ্ধা জানাবেন সেনাকর্মী ও আধিকারিকরা। দুপুর দুটোয় সেখান থেকে শুরু হবে জেনারেল রাওয়তের শেষযাত্রা। বিকেল ৪টেয় রাওয়তের শেষকৃত্য সম্পন্ন হবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
নবান্নে বৈঠক
বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজিবিএস) নিয়ে আজ নবান্নে বৈঠকে বসতে পারেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। বেলা ১২টা নাগাদ ওই বৈঠক হতে পারে। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে থাকতে পারেন রাজ্যের অর্থনৈতিক উপদেষ্টা অমিত মিত্র।
সংসদের অধিবেশন
আজ সংসদের অধিবেশন রয়েছে। সরকারের তরফে বেশ কয়েকটি বিল আনা হতে পারে।
অ্যাশেজ
অ্যাশেজের প্রথম টেস্ট ম্যাচ চলছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। আজ তৃতীয় দিনে পড়ল ওই খেলা। নজর থাকবে সে দিকে।
কোভিড
রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বৃহস্পতিবার। আবার চোখ রাঙাচ্ছে ওই ভাইরাসের ওমিক্রন রূপ। ইতিমধ্যে যা বিস্তার লাভ করছে। এ মাসে চালু হওয়ার কথা থাকলেও ওমিক্রন নিয়ে উদ্বেগের জেরে আন্তর্জাতিক উড়ান বন্ধ করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ফলে আজ আলোচনার মধ্যে থাকবে ওই সংক্রান্ত সমস্ত খবর।
আবহাওয়া
বৃহস্পতিবার রাজ্যের উত্তর থেকে দক্ষিণের অনেক জেলাতেই বৃষ্টি হয়েছে। আজও কিছু জেলায় হালকা বৃষ্টিপাত হওয়ার কথা। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর সূত্রে খবর, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে।