Mamata Banerjee

News of the day: আজ: কী হচ্ছে, কী হবে

আজ নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা রয়েছে মমতার। বেলা ১২টা নাগাদ ওই সভা শুরু হতে পারে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ০৭:৩৯
Share:

দেশের ইতিহাসে বড় শোকের দিন হয়ে রইল বুধবার। হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দেশের সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়তের। তবে ওই দুর্ঘটনা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। ইতিমধ্যে তার তদন্তও শুরু হয়েছে। সেখান থেকে কোনও বিষয় উঠে এলে কি না, বৃহস্পতিবার আলোচনার কেন্দ্রে তা থাকতে চলেছে

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

কৃষক ধর্না

কৃষি আইন আগেই বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। তার পরও ন্যূনতম সহায়ক মূল্য-সহ একাধিক দাবিতে প্রতিবাদ, ধর্না জারি রাখেন কৃষকরা। বুধবার সেই দাবিগুলিও মেনে নেওয়ার কথা জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। এমতাবস্থায় আজ কৃষকদের ধর্না তুলে নেওয়ার কথা। ফলে নজর থাকবে ওই খবরের দিকে।

Advertisement

কৃষ্ণনগরে মমতা

জেলা সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে প্রশাসনিক সভা সেরে বুধবার মুর্শিদাবাদে সভা করেন তিনি। আজ নদিয়ার কৃষ্ণনগরে প্রশাসনিক সভা রয়েছে মমতার। বেলা ১২টা নাগাদ ওই সভা শুরু হতে পারে।

কলকাতা পুরভোট

১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ভোটগ্রহণ। সেই লক্ষ্যে নির্বাচনী প্রচারে নেমেছে রাজনৈতিক দলগুলি। আজ প্রার্থিদের প্রচারের দিকে নজর থাকবে।

সংসদের অধিবেশন

সংসদে শীতকালীন অধিবেশন চলছে। বিরোধীদের হট্টগোলের জেরে বেশ কয়েকদিন অধিবেশন মুলতুবি হয়ে যায়। বুধবার সেনা প্রধানের মৃত্যুর ফলে আজও অধিবেশন মুলতুবি হওয়ার সম্ভাবনা রয়েছে।

করোনা পরিস্থিতি

রাজ্য তথা দেশে করোনা সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে ৫০০-র বেশি করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আবার তারই মধ্যে ওমিক্রন চোখ রাঙাচ্ছে। ধীরে ধীরে দেশে ছড়িয়ে পড়ছে করোনার ওই নতুন রূপটি। আজ নজর থাকবে ওই সংক্রান্ত খবরের দিকেও।

অ্যাশেজ

আজ অ্যাশেজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন। বুধবার প্রথম ইনিংসে মাত্র ১৪৭ রান করে ইংল্যান্ড। দীর্ঘ ২৪ বছর পর অ্যাশেজে এত কম রান করল কোনও দল। অন্য দিকে, দুরন্ত ফর্মে অস্ট্রেলিয়া। আজ দেখার তারা কোথায় শেষ করে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement