Mamata Banerjee

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২২ ০৭:০৫
Share:

ফাইল চিত্র।

সামনেই রয়েছে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। সেই উপলক্ষে ওই রাজ্যে প্রচারে গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার সমাজবাদী পার্টি (এসপি)-র সমর্থনে লখনউয়ে তাঁর প্রচার করার কথা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

প্রার্থিতালিকা নিয়ে বিভ্রান্তি তৃণমূলে

Advertisement

পুরভোটের প্রার্থিতালিকা নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে তৃণমূলের অভ্যন্তরে। যদিও দলনেত্রী মমতা জানিয়েছেন, প্রার্থী নিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং সুব্রত বক্সীর তালিকাই চূড়ান্ত। এখন দেখার ওই বিতর্ক থামে কি না।

তৃণমূল এবং আইপ্যাকের সম্পর্ক

\তৃণমূল এবং আইপ্যাকের সম্পর্ক কি এ বার ছিন্ন হবে? পুরভোটের প্রার্থিতালিকা নিয়ে বিতর্কের মধ্যে এই প্রশ্নটিই এখন মাথাচাড়া দিয়েছে। তৃণমূল সূত্রে খবর, মমতা সম্পর্কচ্ছেদের পক্ষেই সিদ্ধান্ত নিতে পারেন। তা হয় কি না আজ দেখার।

গোয়া যাচ্ছেন অভিষেক

ফের গোয়া যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ ওই রাজ্যে ভোট প্রচার করতে পারেন তিনি।

চার পুরনিগম এবং ১০৮ পুরসভার ভোট

আগামী ১২ ফেব্রুয়ারি চার পুরনিগমের এবং ২৭ ফেব্রুয়ারি ১০৮টি পুরসভার ভোটগ্রহণ রয়েছে। ওই ভোটে রাজনৈতিক দলগুলির প্রচার ও কর্মসূচির দিকে আজ নজর থাকবে।

সন্ধ্যার শারীরিক অবস্থা

এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি রয়েছেন সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গায়িকার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তবে তিনি পুরোপুরি বিপদমুক্ত নন। এই অবস্থায় আজ তিনি কেমন থাকেন তা নজরে থাকবে। এ ছাড়া নজর থাকবে ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের শারীরিক অবস্থার দিকেও।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই খেলাটি শুরু হওয়ার কথা।

চিড়িয়াখানা গন্ডগোল মামলা হাই কোর্টে

আলিপুর চিড়িয়াখানায় ইউনিয়ন অফিস দখল নিয়ে দু'পক্ষের সংর্ঘষ হয়। ওই ঘটনায় রাজ্য এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের কাছে রিপোর্ট চায় আদালত। আজ ওই রিপোর্টের উপর ভিত্তি করে কলকাতা হাই কোর্টে শুনানি রয়েছে।

রাজ্যের করোনা পরিস্থিতি

পাঁচ মাস পর সোমবার কলকাতায় করোনা সংক্রমণ ১০০-র নীচে নেমেছে। রাজ্যে আক্রান্তের সংখ্যা হাজারের নীচে। তবে সংক্রমণের নিরিখে মৃত্যুর হার কমছে না। এমতাবস্থায় আজ করোনা সংক্রমণ কত হয় তা দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement