প্রতীকী চিত্র।
সোমবার থেকে রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। দু’বছর পরে এ বার অফলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার প্রস্তুতিও শুরু হয়েছে। আজ, রবিবার নজর থাকবে ওই প্রস্তুতির দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
ইউক্রেনের পরিস্থিতি
যুদ্ধের মধ্যেই আলোচনায় বসতে পারে রাশিয়া ও ইউক্রেন। তবে আলোচনা চললেও যুদ্ধ এখনই পুরোপুরি বন্ধ হবে না বলে জানিয়েছে রাশিয়া। ফলে নজর থাকবে ওই পরিস্থিতির দিকে।
আনিস খান হত্যা-রহস্য
ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর প্রতিবাদে আজ কলকাতায় মিছিল করার কথা কংগ্রেসের। দুপুরে বিধান ভবন থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে ওই মিছিলটি হওয়ার কথা। এ ছাড়া ওই ঘটনার তদন্তে গতিপ্রকৃতির দিকেও নজর থাকবে।
ভারত বনাম শ্রীলঙ্কা টেস্ট
আজ ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের তৃতীয় দিন। সকাল সাড়ে ৯টা থেকে মোহালিতে শুরু হবে ওই ম্যাচটি।
গ্রাফিক- সনৎ সিংহ।
বাংলা-চণ্ডীগড় রঞ্জি
আজ বাংলা বনাম চণ্ডীগড়ের রঞ্জি ট্রফির চতুর্থ দিন। সকাল ৯টা নাগাদ কটকে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান-অস্ট্রেলিয়া টেস্ট
আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিন। সকাল সাড়ে ১০টা থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে ম্যাচটি।
মহিলা বিশ্বকাপ
আজ সকাল সাড়ে ৬টা থেকে শুরু হয়েছে মহিলাদের বিশ্বকাপের ম্যাচ। ভারত ও পাকিস্তান ধুন্ধুমার এই ম্যাচের দিকে নজর থাকছে।
রাজ্যের কোভিড পরিস্থিতি
শনিবার রাজ্যে ফের কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। নেমে এসেছে ১০০-র ঘরে। গত কয়েক দিনের মতো মৃত্যুর সংখ্যাও শূন্য। এমতাবস্থায় আজ কত সংক্রমণ হয় সে দিকে নজর থাকবে।