ফাইল চিত্র।
ইউক্রেনের শহরগুলি দখলের পর সেখানকার নাগরিকদের উপর অত্যাচার চালাচ্ছে রুশ ফৌজ। সদ্য রুশ কব্জাগত ইউক্রেনীয় শহর খেরসনের বাসিন্দারা এমনই অভিযোগ এনেছেন রাশিয়ার সেনার বিরুদ্ধে। পাশাপাশি পরমাণু হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে রাশিয়া। যা নিয়ে গোটা বিশ্ব জুড়ে চলছে সমালোচনা। এই পরিস্থিতিতে আজ, শনিবার নজর থাকবে সে দিকে।
এ ছাড়াও আজ নজরে রাখার মতো:
শেন ওয়ার্নকে ফিরে দেখা
শুক্রবার প্রয়াত হয়েছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার শেন ওয়ার্ন। মাত্র ৫২ বছর বয়সে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর। ক্রিকেটারের অতীত জীবন ও তাঁর শেষকৃত্যের খবর নজরে থাকবে।
আনিস খান হত্যা-রহস্য
আজ নিহত ছাত্রনেতা আনিস খানের বাড়িতে যাওয়ার কথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। সেখানে আনিসের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। পাশাপাশি, ওই ঘটনার তদন্ত নিয়ে প্রশাসন কিছু বলে কি না সে দিকেও নজর থাকবে।
গ্রাফিক- সনৎ সিংহ।
ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্টের দ্বিতীয় দিন
আজ ভারত বনাম শ্রীলঙ্কার প্রথম টেস্টের দ্বিতীয় দিন। মোহালিতে সকাল সাড়ে ৯টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
বাংলা-চণ্ডীগড় রঞ্জি ট্রফি ম্যাচের তৃতীয় দিন
আজ বাংলা বনাম চণ্ডীগড়ের রঞ্জি ট্রফি ম্যাচের তৃতীয় দিন। কটকে সকাল ৯টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
ভারত-ডেনমার্ক ডেভিস কাপ
আজ ভারত বনাম ডেনমার্ক ডেভিস কাপ ওয়ার্ল্ড গ্রুপ-ওয়ানের প্লে-অফ খেলা রয়েছে। সকাল সাড়ে ১০টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
পাকিস্তান-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট
আজ পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দ্বিতীয় দিন। রাওয়ালপিন্ডিতে সকাল সাড়ে ১০টা থেকে ওই খেলাটি শুরু হওয়ার কথা।
আইএসএল
আজ আইএসএল-এ এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ওই খেলাটি শুরু হবে।
অধীর চৌধুরীর সাংবাদিক বৈঠক
আজ পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সাংবাদিক সম্মেলন রয়েছে বিধান ভবনে। বিকেল ৫টা নাগাদ শুরু হওয়ার কথা।
বিজেপি-র চিন্তন বৈঠক
আজ দুপুরে বিজেপি-র রাজ্য দফতরে চিন্তন বৈঠক রয়েছে। ওই বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ রাজ্য কমিটির অন্য নেতাদের উপস্থিত থাকার কথা। জানা গিয়েছে, ওই বৈঠকে দলের বেসুরো ও বিক্ষুব্ধদের নিয়ে আলোচনা হতে পারে। আলোচনা হতে সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তীর ‘কর্মপদ্ধতি’ নিয়েও।