ISL 2021-22

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২২ ০৭:২৬
Share:

ফাইল চিত্র।

আজ, বৃহস্পতিবার থেকে খুলছে রাজ্যের স্কুল, কলেজ। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। তবে এখনই সব শ্রেণির জন্য ক্লাস শুরু হবে না। নিচু শ্রেণির জন্য শুরু হচ্ছে পাড়ায় পাড়ায় পাঠশালা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

Advertisement

পুরভোটের বিজ্ঞপ্তি

আজ ১০৮টি পুরসভার ভোট ঘোষণা করতে পারে রাজ্য নির্বাচন কমিশন। বেলা ১১টা নাগাদ বিজ্ঞপ্তি ঘোষণা করতে পারে।

নেতাজি ইন্ডোরে মমতার বৈঠক

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমলাদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমলাদের পাশাপাশি সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপাররাও ওই বৈঠকে উপস্থিত থাকতে পারেন। দুপুর ২টো নাগাদ ওই বৈঠকটি শুরু হওয়ার কথা।

হাই কোর্টে অনুব্রত

ভোট পরবর্তী হিংসা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে তলব করেছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁকে যাতে গ্রেফতার না করে সেই আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে মামলা করেন। আজ ওই মামলাটির শুনানি হতে পারে।

গ্রাফিক- সনৎ সিংহ।

আইএসএল

আজ আইএসএল-এ এটিকে মোহনবাগান বনাম মুম্বই সিটি এফসি-র খেলা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ ওই ম্যাচটি শুরু হওয়ার কথা।

ইমরানের চিন সফর

আজ তিন দিনের চিন সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই সফরে তিনি ভারতের সীমান্ত এলাকা নিয়েও আলোচনা করতে পারেন চিনের সঙ্গে। ফলে কূটনৈতিক ভাবে তাঁর এই সফর নয়াদিল্লির কাছে খুবই গুরুত্বপূর্ণ।

লতা ও সন্ধ্যার শারীরিক অবস্থা

অনেকটাই সুস্থ আছেন সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকর এবং সন্ধ্যা মুখোপাধ্যায়। দু’জনে এখনও হাসপাতালে ভর্তি। ফলে বিপন্মুক্ত নন তাঁরা। আজ কেমন থাকেন লতা ও সন্ধ্যা সে দিকে নজর থাকবে।

রাজ্য-রাজ্যপাল বিতর্ক

রাজ্য ও রাজ্যপাল বিতর্ক অব্যাহত। থামার নাম নেই। মুখ্যমন্ত্রী নিজের টুইটার অ্যাকাউন্টে রাজ্যপালকে ব্লক করেছেন। বুধবার এ বিষয়ে মুখ খুলেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। তিনি জানিয়েছেন, তাঁর অসাংবিধানিক কাজের প্রমাণ দিতে পারলে ইস্তফা দেবেন। এমতাবস্থায় এই বিতর্ক কত দূর যায় আজ সে দিকে নজর থাকবে।

রাজ্যের করোনা পরিস্থিতি

বুধবার রাজ্যের দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে অনেকটাই বেড়েছে। তবে আক্রান্তের সংখ্যা তিন হাজারের নীচে ছিল। আজ দেখার, কত জন নতুন করে আক্রান্ত হন রাজ্যে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement