Coronavirus in India

News of the day: সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে

বছরের শুরুতে আজ ঠান্ডার প্রকোপ বাড়বে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ০৭:৩৭
Share:

ছবি পিটিআই।

আজ ইংরেজি নববর্ষের সূচনা হল। দেশ জুড়ে পালিত হয়েছে নতুন বছরের বরণের উৎসব। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যে এই উদযাপন বিপদ ডেকে আনতে পারে মনে করছে চিকিৎসক মহল। কারণ, দেশে প্রতি দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা।

Advertisement

এ ছাড়াও আজ নজরে রাখার মতো:

কলকাতার করোনা পরিস্থিতি

Advertisement

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। তবে রাজ্যের মধ্যে সবথেকে উদ্বেগের কারণ শহর কলকাতার পরিস্থিতি। শুধু এখানেই যে হারে করোনা বাড়ছে তা নিয়ে চিন্তিত সব মহল। ইতিমধ্যে শহরে কনটেনমেন্ট জোন চিহ্নিত করার কাজ শুরু করেছে পুরসভা।

দেশের করোনা পরিস্থিতি

গোটা দেশের করোনা পরিস্থিতির চিত্রটা খুবই চিন্তাদায়ক। দৈনিক ২০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্র ও কেরলে সবথেকে বেশি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। কোভিড মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সব রাজ্যকে সতর্ক করেছে। আজ দেখার সংক্রমণ কতটা বাড়ল।

গ্রাফিক- সনৎ সিংহ।

ওমিক্রন

শুধু করোনা নয়। এর সঙ্গে দেশে বাড়ছে করোনার নতুন রূপ ওমিক্রনও। দেশে ওমিক্রনে মৃত্যুর খবরও সামনে আসছে। এ রাজ্যেও ছড়িয়ে পড়েছে ওমিক্রন। রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে ওই বিষয়ে সতর্কতা জারি করেছে। মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে বিভিন্ন স্থানে।

পুরসভা ভোটের প্রচার

রাজ্যের চার পুরসভা ভোটের প্রার্থিতালিকা ঘোষণা করেছে তৃণমূল, বিজেপি ও বামেরা। ফলে প্রার্থীরা প্রচারেও নেমে পড়েছেন। জোর কদমে চলছে ভোট প্রচার। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারাও ওই প্রচারে অংশ নিচ্ছেন।

আবহাওয়া

বছরের শুরুতে আজ ঠান্ডার প্রকোপ বাড়বে রাজ্যে। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েক দিনের মধ্যে জাঁকিয়ে শীত পড়তে চলেছে রাজ্যে। শহর কলকাতাতেও শীত বাড়বে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement