High Court

অভিষেকের শ্যালিকার রক্ষাকবচ খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে ইডি, মেয়াদ শেষে পদক্ষেপ

মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ওই কেন্দ্রীয় সংস্থার তরফে আবেদন করা হয়েছে উচ্চ আদালতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২৩ ১২:২৫
Share:

মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজের আবেদন নিয়ে হাই কোর্টে ইডি। ফাইল চিত্র।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীরের রক্ষাকবচ খারিজের আবেদন নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। বুধবার ওই কেন্দ্রীয় সংস্থার তরফে আবেদন করা হয়েছে উচ্চ আদালতে। বৃহস্পতিবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Advertisement

এর আগে মেনকার রক্ষাকবচ নিয়ে মামলায় ইডির আবেদনে হস্তক্ষেপ করেনি উচ্চ আদালত। মেনকা যে নোটিসের উপর ভিত্তি করে আদালতে গিয়েছিলেন তার মেয়াদ ফুরিয়ে গিয়েছে। তাই শেষ হয়েছে একক বেঞ্চের দেওয়া রক্ষাকবচের মেয়াদও। তার জেরেই ইডির আবেদনে হস্তক্ষেপ করেনি কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। উচ্চ আদালতের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, মেনকাকে তলব করেছিল ইডি। হাই কোর্টের রক্ষাকবচ নিয়ে তিনি হাজিরা দিয়েছিলেন। ফলে আগের সমনের ভিত্তিতে তাঁর রক্ষাকবচের মেয়াদ শেষ। এই প্রেক্ষাপটে, সিঙ্গল বেঞ্চে মেনকার রক্ষাকবচ খারিজ করার আবেদন নতুন করে জানাতে পারবে ইডি। এ আবহেই বুধবার আদালতে গেল ইডি।

এর আগে কলকাতা হাই কোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের একক বেঞ্চ ইডিকে নির্দেশ দিয়েছিল, যেন কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করা হয় মেনকাকে। পাশাপাশি, তাঁকে আপাতত গ্রেফতার করা যাবে না বলেও জানিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রক্ষাকবচকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করে ইডি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement