বিয়ের লেহঙ্গা
অনেক দিনের সাধ, বিয়েতে নিজের পছন্দ করে কেনা লেহঙ্গা পরবেন। কিন্তু ভেবে দেখেছেন কি, লেহঙ্গা কেনার আগে কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা প্রয়োজন? সময় থাকতেই বরং ঠিক করে রাখুন, বিয়ের দিন আপনার লুক ঠিক কী রকম হবে। প্রয়োজনে বিভিন্ন ব্লগ ও জার্নালের সাহায্য নিতে পারেন।
বর্তমানে ডিজাইনারদের পরামর্শ নেওয়ার চল বেড়েছে খুব। কনেকে দেখে তাঁরা বলে দেন, কী রং বা কী ধরনের স্টাইলের লেহঙ্গায় মানাবে তাঁকে। তাই কী পরবেন, সেই সিদ্ধান্ত নিতে গিয়ে বিভ্রান্ত হয়ে পড়লে যোগাযোগ করুন কোনও ডিজাইনারের সঙ্গে। শীতকালে বিয়ের সাজ স্নিগ্ধ নয়, বরং একটু জমকালোই মানানসই। তাই পিচ, গোলাপি, হলুদ ইত্যাদি হাল্কা রঙের পরিবর্তে গাঢ় রঙের লেহঙ্গা পরার চেষ্টা করুন। অন্য দিকে, আপনার মা-বাবার শখ বিয়ের দিন তাঁদের সেই ‘ছোট্ট’ মেয়েকে লাল বেনারসিতে দেখবেন। এ দিকে, আপনি তো চাইছেন, বিয়েতে লেহঙ্গা পরবেন। তা হলে উপায়? মুশকিল আসান বেনারসি সিল্কের লেহঙ্গা। এ ছাড়া, বেনারসি শাড়িকেও অনেক সময়ে লেহঙ্গার আকারে পরিয়ে দেওয়া হয়। তাই বিয়ের পোশাকের তালিকায় নির্দ্ধিধায় রাখতে পারেন বেনারসিও। দু'তরফের ইচ্ছেই মান্যতা পাবে এতে।
লেহঙ্গা বাছাই করুন হাতে যথেষ্ট সময় নিয়ে। গলার কাটিং, হাতার মাপ, লেহঙ্গার ঘের, পিছন দিকের ডিজাইন ঠিকঠাক হয়েছে কি না, সে দিকে খেয়াল রাখুন। ইদানীং অনলাইনে কেনাকাটা প্রবল ভাবে বেড়ে চলেছে। সে ক্ষেত্রে কয়েকটি বিষয় মাথায় রাখা প্রয়োজন। লেহঙ্গা কেনার আগে বাকি ক্রেতাদের রিভিউ খুঁটিয়ে দেখে নেবেন। শুধুমাত্র ক্যাটালগের ছবির উপর নির্ভর করে লেহঙ্গা কিনবেন না। সর্বোপরি যাচাই করে নেবেন, যে ওয়েবসাইট থেকে লেহঙ্গা কিনছেন সেটি নির্ভরযোগ্য কি না। এ ক্ষেত্রে নামী কোনও ওয়েবসাইট থেকে কেনাই ভাল, প্রতারণার ঝুঁকি কম।
এই প্রতিবেদনটি ‘সাত পাকে বাঁধা’ ফিচারের অংশ।