রূপচর্চার মধ্যে অন্যতম হল ঠোঁটের যত্ন
জীবনের এক অন্যতম সুখের মুহূর্ত হল বিয়ে। আর এই বিয়ের দিনে আকর্ষণের কেন্দ্রে থাকেন বর ও কনে। তবে বিয়ের বিশেষ সাজগোজের জন্যে সকলের নজর বেশি থাকে কনের দিকেই। তাই কনেকেও সবার মধ্যে নিজেকে সুন্দর ভাবে মেলে ধরতে হলে সাজসজ্জার সঙ্গে সঠিক রূপচর্চারও প্রয়োজন হয়। বিয়ের আগে ত্বকে লাবণ্য বজায় রাখা প্রয়োজন। পরীক্ষার আগে যেমন ভাল ভাবে প্রস্তুতি নিতে হয়, ঠিক তেমনই বিয়ের আগে ত্বকের যত্ন নেওয়া আবশ্যিক। তাই বিয়ের আগে ত্বকের যত্নের পরিকল্পনাকে বিয়ের অন্যতম অংশ ধরে নেওয়া ভাল।
রূপচর্চার মধ্যে অন্যতম হল ঠোঁটের যত্ন। এবং মজার বিষয় হল, মুখের মধ্যে ঠোঁটের যত্নই আমরা সব থেকে কম নিয়ে থাকি। তাই অন্তত বিয়ের কয়েক মাস আগে থেকে ঠোঁটের বিশেষ যত্ন নেওয়া খুবই প্রয়োজন। কারণ বিয়ের অনুষ্ঠানের প্রতিটি সাজ সম্পূর্ণ করতে লিপস্টিকের ব্যবহার থাকবেই। এই লিপস্টিক মূলত তেল এবং মোমের মিশ্রণ। লিপস্টিকের শেডের বিভিন্ন রং মূলত রঞ্জক থেকে আসে। এই রঞ্জকগুলি তৈরি হয় বিভিন্ন ধাতুর সংমিশ্রণে (সাধারণত অক্সাইড)। তবে ব্যবহৃত ধাতুর মাত্রাগুলি নিরাপদ সীমার মধ্যে থাকলে ভাল। কিন্তু আপনার ঠোঁট যদি কালচে হয়, সেই ক্ষেত্রে প্রতিদিন লিপস্টিক ব্যবহার করলে সমস্যা বাড়তে পারে। এই রঞ্জকগুলিই ঠোঁট কালো করে দেয় সঙ্গে মুখের চারপাশে পিগমেন্টেশনও বাড়িয়ে তোলে। তা ছাড়াও এমন অনেকই আছেন যারা সারা বছরই প্রায় ঠোঁটের শুষ্কতার সমস্যায় ভোগেন। তাঁদের ক্ষেত্রে বিয়ের আগে ঠোঁটের বিশেষ যত্নের অবশ্যই প্রয়োজন।
স্বাস্থ্যকর ঠোঁটের যত্নে কী কী করণীয় জানুন:
১) লিপস্টিক ব্যবহার করার আগে এসপিএফ যুক্ত যে কোনও লিপবাম লাগিয়ে নিন।
২) গাঢ় ম্যাটের চেয়ে চকচকে ন্যুড শেড ব্যবহার করুন।
৩) লিপস্টিক উঠে গেলেও দিনে ২ বারের বেশি লাগাবেন না।
৪) লিপস্টিকের মেয়াদ শেষ হওয়ার তারিখ পরীক্ষা করে নিন।
৫) দিনের শেষে ত্বক পরিচর্যা করার সময় ভাল ভাবে লিপস্টিক তুলে তবেই ঘুমোতে যাবেন।
ঠোঁট ভাল রাখতে কী কী করবেন না:
এই প্রতিবেদনটি ‘সাত পাকে বাঁধা’ ফিচারের অংশ।