ছবি: এক্স থেকে নেওয়া।
হাতে আঘাত পেয়েছিল বাঁদর। চিকিৎসার জন্য নিজেই ছুটল ওষুধের দোকানে! এ-হেন একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে হইচই পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মজার এবং মন ভাল করা সেই ঘটনাটি ঘটেছে বাংলাদেশের মেহেরপুরে। যদিও ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ওষুধের দোকানে ঢুকেছে একটি বাঁদর। সটান দোকানের কাউন্টারের সামনের টেবিলের উপর চড়ে বসল সে। আঘাতের জায়গাও দেখিয়ে দিল। এর পর ওই ওষুধ বিক্রেতা তার হাতে ওষুধ লাগিয়ে দেন। ধৈর্য ধরে বসে থাকে বাঁদরটি। দোকানে আরও জনা কয়েক যুবক ছিলেন। তাঁরা বাঁদরটিকে বিস্কুট খেতে দেন। মাথায় হাত বুলিয়ে আদরও করেন। বাঁদরটিও শান্ত হয়ে বসে নিজের আঘাতের জায়গা দেখতে থাকে বার বার। সেখানে ব্যান্ডেজ বেঁধে দেওয়া হয়। ওই যুবকেরা বাঁদরের কীর্তি দেখে অবাক হয়ে যান। নিজেদের মধ্যে কথা বলতে থাকেন তাঁরা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘পিয়া.বেঙ্গলটাইগ্রেস’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। হাজার হাজার লাইক পড়েছে। সমাজমাধ্যমে আলোড়ন ফেলেছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। অনেকে আবার ওষুধ বিক্রেতা এবং ওই যুবকদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরটিকে সাহায্য করেছেন কয়েক জন যুবক। খুব ভাল লাগল। আশা করি প্রাণীটি এখন ঠিক আছে।” অন্য এক জন লিখেছেন, ‘‘বাঁদরটি বিপজ্জনক হতে পারত। কিন্তু যুবকের দল সে সব না ভেবেই ওকে সাহায্য করেছে।’’ তৃতীয় এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘সে দিন দূর নেয়, যখন বাঁদরেরা মানুষের মতো বাড়ি তৈরি করে তাতে বাস করবে।’’