মানালিতে তুষারপাতের পর সেই বরফ দিয়ে আইসক্রিম বানালেন তরুণী। ছবি ইনস্টাগ্রাম।
আইসক্রিম খেতে কে না ভালবাসে! আর যাঁরা ভালবাসেন, তাঁরা গরম হোক কী ঠান্ডা, সবসময়ই চেখে দেখতে চান আইসক্রিম। মানালিতে গিয়ে এক তরুণীর আইসক্রিম খাওয়ার খুব ইচ্ছা হয়। না, জিভের স্বাদ পূরণে কোনও দোকানে যাননি। নিজেই আইসক্রিম বানিয়ে ফেললেন ওই তরুণী। কী ভাবে?
তুষারপাতে মানালির প্রাকৃতিক সৌন্দর্যে তখন বুঁদ হয়ে গিয়েছেন সকলে। বরফের চাদরে ঢাকা পড়েছে চারপাশ। সেই বরফ দিয়েই আইসক্রিম বানানোর পরিকল্পনা নিলেন ওই তরুণী। তার পর?
একটি পাত্রে তুষারপাত থেকে পাওয়া বরফ নিলেন ওই তরুণী। তার পর তার মধ্যে ঘন দুধ ঢাললেন। তাতে দিলেন ভ্যানিলা। এর পর নাড়াচাড়া করে চামচ দিয়ে মুখে দিলেন তরুণী। ভাবছেন নিশ্চয়ই, সত্যিই কি এ ভাবে আইসক্রিম তৈরি হয় নাকি!
নিজের হাতে বানানো টাটকা বরফ দিয়ে তৈরি আইসক্রিম মুখে তোলার সঙ্গে সঙ্গেই ওই তরুণী বললেন, ‘‘এটা তো বরফের গোলা হয়েছে। হাফ আইসক্রিম।’’ এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে।
যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। তরুণীর এই কাণ্ড দেখে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।