—প্রতীকী ছবি।
কাজ, পুরুষদের গোপন ইচ্ছা পূরণ করা। তাঁদের সঙ্গে সময় কাটানো। প্রয়োজনে পুরুষদের অপমান করাও! আর তা করেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন টিফানি স্যান্টোস। ধনী পুরুষদের সবচেয়ে বন্য কল্পনাগুলিকে বাস্তবে রূপান্তরিত করতে সাহায্য করেন ৩০ বছর বয়সি টিফানি। পরিবর্তে আট থেকে ১৭ লক্ষ টাকা করে নেন। আর তা করেই এখন অনেক টাকার মালিক তিনি। তবে বিস্তর রোজগার যেমন করেছেন, তেমনই বিতর্কেও জড়িয়েছেন টিফানি।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রাহকদের ‘বিশেষ পরিষেবা’ প্রদান করেন টিফানি। ধনী গ্রাহকেরা তাঁর সঙ্গে ব্যক্তিগত এবং অদ্ভুত ইচ্ছাগুলি ভাগ করে নেন। সেই সব ইচ্ছা পূরণ করেন তিনি। প্রয়োজনে গ্রাহকদের অনুরোধে তাঁদের অপমানও করেন! এক এক জন গ্রাহকের থেকে ১৭ লক্ষ টাকা পর্যন্ত নেন টিফানি।
টিফানির অদ্ভুত পেশার কথা সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। নেটাগরিকদের একাংশের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন তিনি। বিতর্কও তৈরি হয়েছে। নেটাগরিকদের কেউ কেউ তাঁর জীবিকার কথা শুনে অবাক হলেও অনেকে আবার তাঁর সাহসের প্রশংসাও করেছেন। তবে সমালোচকেরা টিফানির পেশার নীতিগত প্রভাব নিয়ে প্রশ্ন তুলেছেন। যদিও টিফানি পুরো বিষয়টি নিয়ে নির্বিকার। তাঁর দাবি, কোনও সমালোচনাই তাঁর পেশায় প্রভাব ফেলতে পারবে না।