ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিলাসবহুল মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে যাওয়ার কথা। কিন্তু পপকর্ন ছাড়া সিনেমা দেখতে যাওয়া যায় নাকি! কিন্তু হলে বাইরের খাবার নিয়ে যাওয়ার নিয়ম নেই। হলের ভিতরে পপকর্নের যা দাম, তাতে পকেট হালকা হয়ে যেতে পারে। তাই সেই টাকা বাঁচাতে অভিনব উপায় বার করলেন পণ্ডিচেরীর এক তরুণী। সিনেমাহল কর্তৃপক্ষের নজরে এড়িয়ে বাইরের পপকর্ন নিয়েই ঢুকলেন সিনেমাহলের ভিতর। তরুণীর ওই কাণ্ডের একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল সমাজমাধ্যমে। সেই ভিডিয়ো যথেষ্ট হইচইও ফেলেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সিনেমা দেখতে যাওয়ার আগে বাড়িতেই অনেকটা পপকর্ন বানিয়ে ফেলেছেন তরুণী। এর পর তিনি সেই পপকর্ন একটি নামী জুতো সংস্থার বাক্সে ভরে নেন। সঙ্গে একটি ঠান্ডা পানীয়ের বোতলও ওই বাক্সে ঢোকান। সেই বাক্স অন্য একটি কাগজের ব্যাগে ভরে সটান চলে যান সিনেমা হলে। তাঁর এক বান্ধবীও সঙ্গে গিয়েছিলেন সিনেমা দেখতে। তবে সিনেমা হলে ঢোকার সময় ওই দুই তরুণীকে বাধার মুখে পড়তে হয়নি। দিব্যি জুতোর বাক্স থেকে পপকর্ন বার করে তা খেতে খেতে সিনেমা উপভোগ করতে দেখা যায় তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় আড়াই কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। হাজার হাজার লাইকও পড়েছে। তরুণীর বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন নেটাগরিকদের একাংশ।