ছবি: এক্স থেকে নেওয়া।
রাতের অন্ধকারে রাস্তায় বেরিয়েছিল দুই খুদে। কিছুটা এগোতেই ছেঁকে ধরল একদল কুকুর। এক জন কোনও ক্রমে পালিয়ে গেলেও পথকুকুরদের হামলার মুখে পড়ল দ্বিতীয় জন। যদিও পরে এক মহিলা এসে ওই শিশুটিকে উদ্ধার করেন। এই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের বেলা তুলনামূলক ভাবে ফাঁকা একটি রাস্তা দিয়ে হেঁটে চলেছে দুই শিশু। হঠাৎ কয়েকটি কুকুর তাদের ঘিরে ধরে। ভয় পেয়ে ছোটা শুরু করে তারা। কুকুরগুলিও তাদের পিছু নেয়। এক জন এগিয়ে গেলেও অন্য জনের জামা ধরে হ্যাঁচকা টান দেয় দু’টি কুকুর। তাতেই টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যায় সে। আরও কয়েকটি কুকুর এগিয়ে আসে। তার পর শিশুটির শরীরের নানা জায়গায় একের পর এক আঁচড় বসাতে থাকে কুকুরগুলি। শিশুটি নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। এমন সময় সেই জায়গায় পৌঁছন এক মহিলা। শিশুটিকে বাঁচাতে তিনি দৌড়ে যান। কুকুরগুলি ভয় পেয়ে চম্পট দেয়। শিশুটিকে রাস্তা থেকে তুলে এগিয়ে যান ওই মহিলা।
‘ঘর কি কলেশ’ নামে একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে গত ৩ এপ্রিল ভিডিয়োটি পোস্ট করা হয়েছিল। সম্প্রতি আবার ভাইরাল হয়েছে সেটি। সেই ভিডিয়ো দেখে ক্ষোভপ্রকাশ করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশ। শিশুদের উপর পথকুকুরদের আক্রমণ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন অনেকে।