Viral Video

সাপ না খেলনা! লেজ ধরে হিড়হিড় টান শিশুর, পড়িমড়ি করে পালালেন পরিবারের সদস্যরা

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় দু’কোটি মানুষ দেখে ফেলেছেন। সমাজমাধ্যমে অনেকে শিশুটির সাহসিকতার প্রশংসা করলেও অনেকেই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৩ ১৮:৪৩
Share:

সাপের লেজ ধরে টেনে নিয়ে যাচ্ছে নির্ভীক শিশু। ছবি: ইনস্টাগ্রাম।

অনেক মানুষের চোখে সাপ পৃথিবীর ভয়ঙ্কর সরীসৃপগুলির মধ্যে অন্যতম। চোখের সামনে সাপ দেখলে বুক দুরুদুরু করে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। কিন্তু সম্প্রতি একটি বছর চারেকের শিশুর ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। যেখানে ওই শিশুটিকে একটি বড় সাপকে নিয়ে রীতিমতো খেলা করতে দেখা গিয়েছে। আর এই ছবি দেখে সমাজমাধ্যম ব্যবহারকারীদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিরাট একটি কালো সাপের লেজ ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে চার বছরের একটি শিশু। সাপটিকে নিয়ে সটান বাড়ির ভিতরে ঢুকে যায়। সাপ দেখে বাড়ির প্রাপ্তবয়স্ক সদস্যরা ছিটকে চলে গেলেও কোনও ভ্রুক্ষেপ নেই শিশুটির। সাপের লেজ ধরে গটগট করে হেঁটে শিশুটি বাড়ির আরও অন্দরে যাওয়ার সময় তার দাদু তাকে ধরে ফেলে। হাত ধরে ঘরের বাইরে বার করে দেন। তবে শেষ পর্যন্ত বাচ্চাটি সাপের লেজ ছাড়েনি।

ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রায় দু’কোটি মানুষ দেখে ফেলেছেন। সমাজমাধ্যমে অনেকে শিশুটির সাহসিকতার প্রশংসা করলেও অনেকেই ভিডিয়ো দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement