রবিবার বিজয়ওয়াড়ায় ৫ কোটি অর্থমূল্যের বাজেয়াপ্ত করা গাঁজা পুড়িয়েছেন পুলিশ আধিকারিকেরা। ছবি: টুইটার।
বড়দিনের উদ্যাপনে ‘অন্য মাত্রা’ জুড়ল অন্ধ্রপ্রদেশ পুলিশ। গত ৩০ বছর ধরে বিভিন্ন মামলায় বাজেয়াপ্ত করা ১৪,০০০ কেজি গাঁজা নষ্ট করতে তা পুড়িয়ে দিলেন পুলিশ আধিকারিকেরা। রবিবার ওই বিপুল পরিমাণ গাঁজা পোড়ানোর ছবি দেখে সমাজমাধ্যমে রসিকজনের মন্তব্য, ‘‘গাঁজার ধোঁয়ায় আশপাশের বাসিন্দাদের নেশা কি তুঙ্গে?’’
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রবিবার বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার কণ্ঠী রানা টাটার উপস্থিতিতে ৫ কোটি অর্থমূল্যের বাজেয়াপ্ত করা গাঁজা পুড়িয়েছেন আধিকারিকেরা। নিজেদের টুইটার হ্যান্ডলে তার ছবিও দিয়েছেন অন্ধ্রের পুলিশ কর্তৃপক্ষ। তাঁরা লিখেছেন, ‘‘অন্ধ্রপ্রদেশ পুলিশের ‘অপারেশন পরিবর্তন’-এর অঙ্গ হিসাবে ২৪টি থানায় দায়ের ৭০২টি কেসে বাজেয়াপ্ত হওয়া ৫ কোটি টাকার গাঁজা পুড়িয়ে নষ্ট করা হয়েছে আজ। ১৪,৩০১.৪৭১ কেজি গাঁজা পোড়ানোর জন্য ড্রাগ ডিসপোজ়াল কমিটির অনুমোদন নেওয়া হয়েছিল।’’
যদিও বড়দিনের হইহুল্লোড়ের মধ্যে এই গুরুগম্ভীর বিষয় নিয়েও খানিকটা রসিকতা করতে ছাড়েননি অনেকে। গাঁজার স্তূপ থেকে কালো ধোঁয়ার ছবি দেখে টুইটারে এক জন মনে করিয়ে দিয়েছেন রণবীর কপূর এবং দীপিকা পাড়ুকোনের ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির গানের কলি— ‘ইতনা মজ়া কিউঁ আ রাহা হ্যায়? তুনে হাওয়া মে ভাং মিলায়া।’ অন্য আর এক জনের মন্তব্য, ‘‘বিজয়ওয়াড়ার বাসিন্দারা বোধ হয় সারা জীবনের মতো নেশার তুঙ্গে থাকবেন।’’