Viral Video

শৌচালয়ে গিয়ে চক্ষু চড়কগাছে, কমোডের ভিতরে লুকিয়ে বিশাল গোসাপ! তার পর...

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কমোডের সেরামিকে হাতুড়ি দিয়ে আলতো করে আঘাত করছেন এক যুবক। সেই সেরামিক কিছুটা ভেঙে পড়তেই প্রকাশ্যে আসে গোসাপের মাথা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৭:২০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

শৌচালয়ে গিয়ে চক্ষু চড়কগাছে। কমোডের সেরামিকের ভিতরে লুকিয়ে এক বিশাল গোসাপ! অনেক চেষ্টা করেও বার করা গেল না তাকে। এর পর এক উদ্ধারকারী এসে গোসাপটিকে উদ্ধার করে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কমোডের সেরামিকে হাতুড়ি দিয়ে আলতো করে আঘাত করছেন এক যুবক। সেই সেরামিক কিছুটা ভেঙে পড়তেই প্রকাশ্যে আসে গোসাপের মাথা। দেখা যায় কমোডটিকে ভিতরের দিক থেকে জড়িয়ে রেখেছে সে। সাবধানতাবশত সেটিকে টানাটানি করলেও বাইরে বেরোতে রাজি হয় না ওই গোসাপটি। এর পর সরীসৃপটির দড়ি বেঁধে সাবধানে টেনে সেটিকে বার করেন উদ্ধারকারী ওই যুবক। গোসাপটিকে উদ্ধারের সময় সেটির অবস্থাও কেমন ছিল তা-ও বর্ণনা করতে দেখা যায় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ঘটনাটি কোথায় ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

ইনস্টাগ্রামে ওই ভিডিয়োটি পোস্ট করেন শ্যাম গোবিন্দসার নামে এক প্রাণী উদ্ধারকারী। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি সমাজমাধ্যমে ব্যাপক ভাবে ছড়িয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement