Viral Video

শ্যাম্পু ভেবে মাথায় মাখলেন বিষাক্ত ফেনা! দিল্লির যমুনায় মহিলার কাণ্ডে হইচই, প্রকাশ্যে ভিডিয়ো

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছট উপলক্ষে বহু পূণ্যার্থী যমুনা নদীর পারে জড়ো হয়েছেন। বিষাক্ত ফেনার মধ্যেই হাঁটুজলে দাঁড়িয়ে পুজো করছেন অনেকে। তারই মধ্যে এক বয়স্ক মহিলাকে ওই ফেনা দিয়ে চুল ধুতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৬:৩২
Share:

ছবি: পিটিআই।

যমুনা নদীতে ভাসছে বিষাক্ত ফেনা। আর ছট পুজো উপলক্ষে স্নান করতে গিয়ে সেই ফেনাকেই শ্যাম্পু ভেবে মাথায় মাখলেন এক মহিলা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। হইচইও ফেলেছে সেই ভিডিয়ো।

Advertisement

ছটের আগে সাদা ফেনায় কার্যত ঢেকে গিয়েছে যমুনা। যেন মেঘ নেমে এসেছে নদীবক্ষে। সেই দৃশ্য একাধিক ভিডিয়োর মাধ্যমে প্রকাশ্যে এসেছে। ছটপুজোর আবহে যমুনার এই হাল দেখে মাথায় হাত পড়েছে প্রশাসনের। ফেনা সরাতে ছড়ানো হচ্ছে রাসায়নিক ডিফোমার। গত সপ্তাহ থেকেই যমুনায় রাসায়নিক পদ্ধতিতে ফেনা সরানোর কাজে নেমে পড়েছে প্রশাসন। নদী পরিষ্কারের জন্য একটি পৃথক দলও গঠন করেছে দিল্লি জল বোর্ড। তার মধ্যেই প্রকাশ্যে এল নতুন ভিডিয়োটি।

সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ছট উপলক্ষে বহু পূণ্যার্থী যমুনা নদীর পারে জড়ো হয়েছেন। বিষাক্ত ফেনার মধ্যেই হাঁটুজলে দাঁড়িয়ে পুজো করছেন অনেকে। তবে তারই মধ্যে এক বয়স্ক মহিলাকে ওই ফেনা দিয়ে চুল ধুতে দেখা যায়। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে বিষাক্ত ফেনা নয়, মহিলা চুল ধুচ্ছেন শ্যাম্পু দিয়ে।

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই সমাজমাধ্যম জুড়ে হইচই ফেলেছে। বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। অনেকে অনেক মন্তব্যও করেছেন। এক জন লিখেছেন, ‘‘আমি আবারও বলছি, প্রাথমিক শিক্ষা সবার জন্য প্রয়োজন। দেখুন এই মহিলা কী ভাবে ফেনাকে শ্যাম্পু ভেবে চুল ধুচ্ছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement