Viral Video

ভাইরাল হওয়ার নেশা, শৌচাগারে ঢুকে এ কী রিল বানালেন তরুণী! হাসির রোল উঠল নেটপাড়ায়

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সালোয়ার-কামিজ পরে শৌচাগারে ঢুকছেন এক তরুণী। তাঁর হাতে একটি ফোন ধরা। এর পর ফোনটি এক জায়গায় রেখে শৌচাগারে ঢুকে গানের তালে তালে মুখ নাড়াতে শুরু করেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২৫ ০৭:৫৯
Share:
Video of woman making reel on toilet goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

ভাইরাল হওয়ার নেশায় সমাজমাধ্যমে উদ্ভট উদ্ভট রিল বানাতে দেখা যায় অনেককেই। এ বার সে সব মাত্রা ছাড়িয়ে ফেললেন এক তরুণী। শৌচাগারে ঢুকে অদ্ভুত মুখ করে রিল বানাতে দেখা গেল তাঁকে। আর তা দেখে হাসির রোল উঠল সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সালোয়ার-কামিজ পরে শৌচাগারে ঢুকছেন এক তরুণী। তাঁর হাতে একটি ফোন ধরা। এর পর ফোনটি এক জায়গায় রেখে শৌচাগারে ঢুকে গানের তালে তালে মুখ নাড়াতে শুরু করেন তিনি। উদ্ভট মুখভঙ্গিও করতে থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘খুশিভিডিয়োস১এম’ নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। প্রায় সাত লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। সমাজমাধ্যমে লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। তরুণীর আত্মবিশ্বাসের প্রশংসাও করেছেন কেউ কেউ। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘রিল বানানোর জন্য ভাল জায়গা বেছে নিয়েছে। ভাইরাল হওয়ার কী যে নেশা বুঝি না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘চেষ্টা চালিয়ে যান। ঠিক সাফল্য আসবে এক দিন না এক দিন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement