Viral Video

একগলা ঘোমটা পরে হানি সিংহের গানে উদ্দাম নাচ ‘আন্টি’র, লম্ফঝম্প দেখে হেসে খুন নেটমাধ্যম

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠান চলছে। সেখানেই নাচছেন মধ্যবয়স্ক এক মহিলা। নতুন শাড়ির আঁচল দিয়ে তাঁর মুখে ঘোমটা টানা। সামনে কী আছে তা দেখার জো নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ০৯:৪৮
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

চকচকে নীল শাড়ির আঁচল দিয়ে গলা অবধি ঘোমটা টানা। গায়ে স্বল্প গয়না, পায়ে জুতো নেই। এই অবস্থাতেই ভারতীয় পপ তারকা হানি সিংহের ‘পার্টি অল নাইট’ গানে নাচছেন এক মহিলা। সেই নাচের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি পারিবারিক অনুষ্ঠান চলছে। সেখানেই নাচছেন মধ্যবয়স্ক এক মহিলা। নতুন শাড়ির আঁচল দিয়ে তাঁর মুখে ঘোমটা টানা। সামনে কী আছে তা দেখার জো নেই। তবে সেই অবস্থাতেই হানি সিংহের গানে টানা নেচে চলেছেন তিনি। হাত-পা ছুড়়ে রীতিমতো লম্ফঝম্প করছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

নাচের ভিডিয়োটি ‘জিজাজি’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। লক্ষ লক্ষ মানুষ ভিডিয়োটি দেখেছেন। শুধু লাইকই পড়েছে সাত লক্ষের বেশি। অনেকে অনেক মজার মজার মন্তব্যও করেছেন। তাঁকে ‘আন্টি’ নামেও সম্বোধন করেছেন কেউ কেউ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আন্টি সকালের জলখাবারে হাজার নৃত্যশিল্পীকে খেয়ে ফেলতে পারবে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এই মহিলা ভুল প্রজন্মে জন্মগ্রহণ করেছিলেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement