ছবি: এক্স থেকে নেওয়া।
নদীর পারে একটি গাছ থেকে পাতা খাচ্ছিল হরিণ। হঠাৎ আক্রমণ করল বুনো কুকুরের দল। জলে টেনে নিয়ে গিয়ে দাঁতে ছিঁড়ে ফেলল প্রাণীটিকে। এমনই একটি ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সম্প্রতি। ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীর পারে একটি গাছ থেকে মনের আনন্দে পাতা খাচ্ছে একটি ছোট হরিণ। অন্য কোনও দিকে নজর নেই তার। এমন সময় হঠাৎই সেখানে হানা দেয় একপাল বুনো কুকুর। হরিণটি কিছু বোঝার আগেই তার ঘাড় কামড়ে ধরে একটি কুকুর। অন্য জন কামড়ে ধরে পা। হিড়হিড় করে তাকে জলে টেনে নিয়ে যায়। এর পর মৃতপ্রায় হরিণটিকে জল থেকে তুলে আনে তারা। সেখানে আরও কয়েকটি বুনো কুকুর জড়ো হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
গত ১৬ ফেব্রুয়ারি ‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভয়ঙ্কর সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়োটি দেখার পর বুনো কুকুরের হিংস্র আচরণ দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বেচারা হরিণ। কিছু বোঝার আগেই সব শেষ হয়ে গেল।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘প্রকৃতি কী ভয়ঙ্কর! বুনো কুকুর যে এত হিংস্র তা এই ভিডিয়ো না দেখলে জানতেই পারতাম না।’’