ছবি: এক্স থেকে নেওয়া।
লেভেল ক্রসিংয়ে আটকে গিয়েছে গাড়ি। সামনে বিপদ বুঝতে পেরে গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বেরিয়ে এলেন চালক। তাঁর চোখের সামনেই দ্রুত গতিতে ছুটে আসা ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে গেল গাড়িটি। এমনই এক ভয়ঙ্কর ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে আমেরিকার উটায়। লেটনের এক বাসিন্দা গাড়ি নিয়ে লেভেল ক্রসিং পেরোনোর সময় দুর্ঘটনার কবলে পড়েন। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি লেভেল ক্রসিং দিয়ে একের পর এক গাড়ি পেরিয়ে যাচ্ছে। এমন সময় ট্রেন আসার সিগন্যাল দেওয়া হয়। অন্য গাড়িগুলি পেরিয়ে গেলেও একটি গাড়ি রেললাইন পেরোনোর সময়ই দু’দিকের গেট পড়ে যায়। মাঝখানে আটকে যায় গাড়িটি। তবে তখনও সাহস হারাননি গাড়ির চালক। দ্রুত গতিতে গাড়ি পিছিয়ে নিয়ে যান তিনি। কিন্তু রেলগেট ভেঙে পিছনে যেতে পারেননি। মাঝপথেই আটকে যায় গাড়িটি। ট্রেন তখন কাছাকাছি চলে এসেছে। বিপদ আসন্ন দেখে লাফ মেরে গাড়ি থেকে বেরিয়ে আসেন চালক। প্রাণ বাঁচাতে পিছনের দিকে দৌড়োতে শুরু করেন তিনি। এমন সময় দ্রুত গতিতে আসা ট্রেনটি লাইনে থাকা গাড়িতে ধাক্কা মারে। ট্রেনের ধাক্কায় কার্যত ধ্বংস হয়ে যায় গাড়িটি। দুর্ঘটনার অভিঘাত এতটাই ছিল যে গাড়িটি ছিটকে গিয়ে ধাক্কা মারে রেলগেটে। রেলগেটটিও হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। কাছে থাকা একটি সিসি ক্যামেরায় গায়ে কাঁটা দেওয়া সেই দৃশ্য ধরা পড়ে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
গত ১৩ ফেব্রুয়ারি ‘কলিন রাগ’ নামে এক্স হ্যান্ডল থেকে ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। চাঞ্চল্য ছড়িয়েছে নেটপাড়ায়। নেটাগরিকদের একাংশ ভিডিয়োটি দেখে উদ্বেগও প্রকাশ করেছেন। ভয়াবহ সেই ঘটনার ভিডিয়ো দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘কী মারাত্মক ঘটনা। এখানে দোষ কার, এখনও বুঝতে পারছি না।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘চালকের উপস্থিত বুদ্ধি কাজ করেছে। না হলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত।’’