Viral Video

সহকর্মীকে জুতোপেটা প্রধানশিক্ষকের, পাল্টা জুটল দু’-চার ঘা! প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের একটি কক্ষে তুমুল ঝগড়া বেধেছে প্রধানশিক্ষক এবং এক শিক্ষকের মধ্যে। বাগ্‌বিতণ্ডা চলার মধ্যেই ওই শিক্ষককে কষিয়ে চড় মারেন প্রধানশিক্ষক। এর পরই হাতাহাতি শুরু হয়ে যায় দু’জনের মধ্যে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৪ ০৯:০৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সই করা নিয়ে বিবাদ। স্কুলের মধ্যেই এক শিক্ষককে জুতোপেটা করলেন প্রধানশিক্ষক। পাল্টা মারও খেলেন। উত্তরপ্রদেশের হাথরসে এই ঘটনাটি ঘটেছে বলে খবর। পুরো বিষয়টি ধরা পড়েছে স্কুলের মধ্যেই বসানো সিসি ক্যামেরায়। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, স্কুলের একটি কক্ষে তুমুল ঝগড়া বেধেছে প্রধানশিক্ষক এবং এক শিক্ষকের মধ্যে। বাগ্‌বিতণ্ডা চলার মধ্যেই ওই শিক্ষককে কষিয়ে চড় মারেন প্রধানশিক্ষক। এর পরই হাতাহাতি শুরু হয়ে যায় দু’জনের মধ্যে। ধাক্কা মারতে থাকেন একে অপরকে। এর পর প্রধানশিক্ষক পায়ের জুতো খুলে নিয়ে সহ-শিক্ষকের উপর চড়াও হন। পাল্টা মার দেন ওই শিক্ষকও। প্রধানশিক্ষককে একটি বেঞ্চে ফেলে মারধর করেন তিনি। চিৎকার-চেঁচামেচি শুনে ঘটনাস্থলে অনেকে উপস্থিত হওয়ায় তাঁরা দু’জন রণে ভঙ্গ দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘ঘর কা কলেশ’ নামে এক্স হ্যান্ডল থেকে সোমবার ভিডিয়োটি পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা, সই সংক্রান্ত সমস্যা নিয়ে প্রধানশিক্ষক এবং এক শিক্ষকের মধ্যে বিবাদ শুরু হয়। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ক্ষোভপ্রকাশও করেছেন নেটাগরিকদের একাংশ। এক জন লিখেছেন, ‘‘এঁরাই আধুনিক বিশ্বের উপযুক্ত শিক্ষক। একটা সময় ছিল যখন সমাজে সবাই এই পেশাকে সম্মান করত। এখন এই জন্যই কেউ আর সম্মান করে না।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement