ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলাশয়ের ধারে দাঁড়িয়েছিল একটি অ্যালিগেটর। দূর থেকে শিকারের সন্ধান পেয়ে সে দিকেই এগিয়ে গিয়েছিল হিংস্র সরীসৃপ। তার পর কাছিমের গলায় কামড় বসিয়ে চিবিয়ে খেয়ে ফেলল তাকে। আর শেষ রক্ষা হল না কাছিমটির। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ওয়ানওয়াইল্ডলাইফার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি কাছিমের গলায় কামড় বসিয়ে নিজের মাথা ঝাঁকিয়ে তুলছে একটি অ্যালিগেটর। জলাশয় থেকে কাছিমটি শিকার করেছে সে। তার পর মাথা ঝাঁকিয়ে কাছিমের গলাটি চিবিয়ে চিবিয়ে খাচ্ছে অ্যালিগেটরটি। ঘটনাটি ফ্লোরিডার ওরল্যান্ডো ওয়েটল্যান্ডস পার্কে ঘটেছে।
কাছিমের অসাড় দেহ ঝুলতে দেখা গেল অ্যালিগেটরের মুখের মাঝে। শিকার করতে জলাশয় থেকে ডাঙায় উঠে চলে এসেছিল অ্যালিগেটরটি। শিকারে সফল হয়ে সেখানে দাঁড়িয়েই আহার সম্পন্ন করল সে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ ভয় প্রকাশ করেছেন। এক জন লিখেছেন, ‘‘ভিডিয়োটি দেখে গা শিউরে উঠল। তবে প্রকৃতির এই খাদ্য-খাদকের সম্পর্ক।’’ আবার এক জন ছবিশিকারির সাহসের প্রশংসা করে লিখেছেন যে, ‘‘আপনি এত কাছ থেকে কী করে যে এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করলেন! আমার তো সাহসই হত না।’’