ছবি: ইনস্টাগ্রাম।
কিছু ক্ষণের মধ্যেই পরীক্ষা শুরু হবে। কিন্তু রাস্তায় ভয়ঙ্কর ট্র্যাফিক জ্যাম। এড়াতে প্যারাগ্লাইডিং করে কলেজে পৌঁছলেন এক কলেজ পড়ুয়া! অদ্ভুত সেই ঘটনাটি ঘটিয়েছেন মহারাষ্ট্রের সাতারা জেলার ওয়াই তালুকের পাসরানি গ্রামের তরুণ। পাহাড়ি এলাকা থেকে প্যারাগ্লাইডিং করে নীচে শহরে পরীক্ষা দিতে যেতে দেখা গিয়েছে ওই পড়ুয়াকে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পাসরানি গ্রামের বাসিন্দা ওই পড়ুয়ার নাম সমর্থ মহানগাদে। পরীক্ষার দিন ব্যক্তিগত কাজে তিনি পঞ্চগনিতে ছিলেন। হঠাৎ তিনি বুঝতে পারেন যে কলেজে পরীক্ষা শুরু হতে আর মিনিট ১৫ দেরি। অন্য দিকে, ওয়াই-পঞ্চগনি সড়কের পাসরানি ঘাট অংশে ব্যাপক যানজট। সমর্থ বাধ্য হয়ে পঞ্চগনির ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস’ বিশেষজ্ঞ গোবিন্দ ইয়েওয়ালের দ্বারস্থ হন। প্যারাগ্লাইডিং করে তাঁকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পাহাড়ের উপরে প্যারাগ্লাইডিং করার জায়গা রয়েছে। সেখানে অনেক মানুষের ভিড়। তার মধ্যেই রয়েছেন এক কলেজপড়ুয়া। রাস্তায় ট্র্যাফিক জ্যাম এড়াতে প্যারাগ্লাইডিং করে কলেজে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো এক প্রশিক্ষকের সঙ্গে পাহাড়ের কোল থেকে উড়তে উড়তে কলেজের দিকে রওনা দেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
সমর্থের ভিডিয়োটি ‘ইনস্টা সাতারা’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। অনেকেই ওই তরুণের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন। তবে তরুণের জন্য উদ্বেগ প্রকাশ করতেও দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে।