Viral Video

ঝুঁটি ধরে সাধুকে শূন্যে তুলে ধরলেন ‘গ্রেট খালি’! হাততালিতে ফেটে পড়ল জনতা, প্রশংসা করলেন সাধুও

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কুর্তা এবং প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন খালি। তাঁকে ঘিরে মানুষের ঢল। খালির সঙ্গে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী দাঁড়িয়ে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২৪ ১৪:২৫
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

‘দ্য গ্রেট খালি’। ভারতীয় কুস্তিগিরের পরিচয়ের জন্য এই নামটাই যথেষ্ট। হিমাচল প্রদেশের একটি গরিব পরিবারের ছেলে নিজগুণেই হয়ে উঠেছেন ‘দ্য গ্রেট’। এ বার এক সাধুকে ঝুঁটি ধরে শূন্যে তুলে শিরোনামে উঠে এলেন ভারতীয় কুস্তিগির। সম্প্রতি মধ্যপ্রদেশের বাগেশ্বর ধামের ‘সনাতন পদযাত্রা’য় যোগ দিয়েছিলেন খালি। সেখানেই মজা করে এক সাধুকে চুলের মুঠি ধরে শূন্যে তুলে দেন তিনি। তবে চুল ধরে তোলার সম্মতি কুস্তিগিরকে দিয়েছিলেন ওই সাধুই। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভির পোস্ট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, কালো পাঠানি কুর্তা এবং প্যান্ট পরে দাঁড়িয়ে রয়েছেন খালি। তাঁকে ঘিরে মানুষের ভিড়। খালির সঙ্গে দাঁড়িয়ে বাগেশ্বর ধামের প্রধান ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী। সামনে গেরুয়া বস্ত্রে দাঁড়িয়ে রয়েছেন এক সাধুও। সেই সাধু খালির কাছে গিয়ে তাঁর চুলের ঝুঁটি ধরে তাঁকে শূন্যে তুলতে অনুরোধ করেন। কুস্তিগির প্রথমে ইতস্তত করলেও পরে সাধুর চুলের ঝুঁটি শক্ত করে ধরেন। শূন্যে তুলে দেন তাঁকে। সঙ্গে সঙ্গে হাততালিতে ফেটে পড়ে উপস্থিত জনতা। প্রশংসা করেন ওই সাধুও। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

কয়েক সেকেন্ডের সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকেই খালির শক্তির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement