Viral Video

‘সরকারকে জিজ্ঞাসা করে জন্মেছিলেন?’ বেকার যুবককে প্রশ্ন আইএএস অফিসারের! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

এক্স হ্যান্ডলে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজস্থানের মুখ্য স্বাস্থ্যসচিব গায়েত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন জনা কয়েক বেকার যুবক-যুবতী। বেশ কিছু কাগজপত্র গায়েত্রীকে দেখান তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৪ ০৮:৩৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

সরকারকে জিজ্ঞাসা করে জন্ম নিয়েছিলে? চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতে গিয়ে এক আইএএস অফিসারের কাছ থেকে পাল্টা এই প্রশ্নই শুনতে হল রাজস্থানের এক বেকার যুবককে। যা নিয়ে ইতিমধ্যেই হইচই পড়েছে রাজস্থানে। বিতর্কের মুখে পড়েছেন আইএএস অফিসার গায়েত্রী রাঠৌরও। গায়েত্রী রাজস্থানের স্বাস্থ্য দফতরের মুখ্যসচিব। তাঁর ওই মন্তব্যের একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে সেই ভিডিয়ো (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)

Advertisement

এক্স হ্যান্ডলে পোস্ট হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, রাজস্থানের মুখ্য স্বাস্থ্যসচিব গায়েত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছেন জনা কয়েক বেকার যুবক-যুবতী। বেশ কিছু কাগজপত্র গায়েত্রীকে দেখান তাঁরা। সেগুলি দেখে গায়েত্রী গাড়ির দিকে এগিয়ে যেতেই এক যুবক তাঁকে কিছু জিজ্ঞাসা করেন। এর উত্তরে রাজস্থানের মুখ্য স্বাস্থ্যসচিবকে বলতে শোনা যায়, ‘‘জন্মের আগে আপনি কি সরকারের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন?’’ এর পরেই মুখ ঘুরিয়ে চলে যান তিনি। যদিও ওই যুবক কী জিজ্ঞাসা করেছিলেন তা ভিডিয়ো থেকে স্পষ্ট নয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, চাকরি সংক্রান্ত বিষয়ে কথা বলতেই ওই বেকার যুবক-যুবতীরা গিয়েছিলেন তাঁর কাছে।

ভাইরাল সেই ভিডিয়ো ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। ভিডিয়োটিকে কেন্দ্র করে বিতর্কও তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, এক জন উচ্চপদস্থ সরকারি আধিকারিক কী করে এক জন বেকার যুবককে এই ধরনের অসংবেদনশীল কথা বলতে পারেন? অনেকে সমাজমাধ্যমে ক্ষোভপ্রকাশও করেছেন পুরো বিষয়টি নিয়ে। এক জন নেটাগরিক লিখেছেন, “এটা আইএএস অফিসারের কথা নয়, এটা তাঁর অহঙ্কারের কথা!” অন্য এক জন লিখেছেন, ‘‘হয়তো মাননীয়া নিজে জন্মের আগে সরকারকে জিজ্ঞাসা করেছিলেন। তাই তিনি আইএএস হয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement