Viral News

হুইস্কি, বিস্কুট খেয়ে ওজন হয়েছিল ১৭ কেজি! ডায়েট শুরুর পরেই মারা গেল বিশ্বের স্থূলতম বিড়াল

ক্রাম্বস পরিচিত ক্রোশিক নামেও। তার ব্যতিক্রমী ওজনের কারণে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে সে। রাশিয়ার একটি হাসপাতালের বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। তবে তত দিনে সে নধর হয়েছে স্যুপ, হুইস্কি এবং বিস্কুট খেয়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ ০৮:০৪
Share:

ছবি: সংগৃহীত।

মৃত্যু হল বিশ্বের ‘স্থূলতম বিড়াল’ হিসাবে পরিচিত ক্রাম্বসের। রাশিয়ার বিড়াল ক্রাম্বসের ওজন ছিল ১৭ কেজি। সম্প্রতি মার্জারটির ওজন কমানোর প্রক্রিয়া শুরু হয়েছিল। ওজন কমেওছিল বেশ কিছুটা। তবে সেই প্রক্রিয়া শুরুর কয়েক সপ্তাহের মধ্যেই মৃত্যু হল তার। রোগের লক্ষণ না থাকা সত্ত্বেও টিউমারে আক্রান্ত হয়ে হঠাৎই তার মৃত্যু হয়েছে বলে খবর।

Advertisement

ক্রাম্বস পরিচিত ছিল ক্রোশিক নামেও। তার ব্যতিক্রমী ওজনের কারণে বিশ্বব্যাপী মনোযোগ আকর্ষণ করে সে। রাশিয়ার একটি হাসপাতালের বেসমেন্ট থেকে উদ্ধার করা হয়েছিল তাকে। তবে তত দিনে সে নধর হয়েছে স্যুপ, হুইস্কি এবং বিস্কুট খেয়ে। এর পর তাকে একটি পশু আশ্রয়কেন্দ্রের হাতে তুলে দেওয়া হয়। সম্প্রতি ক্রাম্বসের ওজন কমানোর জন্য কঠোর ডায়েটের পরিকল্পনা করা হয়েছিল। ওজন কমেছিল তিন কিলোরও বেশি। তবে হঠাৎই মৃত্যু হয় তার।

ক্রাম্বসের মৃত্যুর পর চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা করে দেখেন, ক্রাম্বসের শরীরে দানা বেধেছিল ক্যানসার সৃষ্টিকারী টিউমার। যে কারণে তার অঙ্গ-প্রত্যঙ্গ হঠাৎ বিকল হতে শুরু করে। ক্রাম্বসের মৃত্যুতে আশ্রয়কেন্দ্রের মালিক দুঃখ প্রকাশ করে জানিয়েছেন যে, বিড়ালটির শরীরে রোগের কোনও লক্ষণ ছিল না। তিনি বলেন, ‘‘আমরা আল্ট্রাসাউন্ড করতে পারিনি। তবে আমরা ক্রমাগত ওর স্বাস্থ্য পর্যবেক্ষণ করছিলাম। খারাপ লাগছে যে ওর রোগ ধরতে পারিনি আগে। তা হলে হয়তো বাঁচানো যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement