ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
পোষ্যকে আলাদা পাত্রে খেতে দিয়েছিলেন তার মালিক। বেশ রসিয়ে খাওয়াদাওয়া করছিল বিড়ালটি। কিন্তু তার খাবারে ভাগ বসাতে ঘরে ঢুকে পড়ল একটি টিয়া। বিড়ালের গায়ে কামড় বসিয়ে তাকে সেখান থেকে সরিয়ে দিল টিয়াটি। তার পর সে বিড়ালকে দেওয়া খাবার খেতে শুরু করল। ভয়ে আর তার কাছেই ঘেঁষতে পারল না বিড়ালটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘পার_ফার_কিউটনেস’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি পোষ্য বিড়ালের খাবারে ভাগ বসিয়ে ফেলেছে একটি টিয়া। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যই দেখছে বিড়ালটি। অথচ ভয়ে সে কিছুই করতে পারছে না। ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। ঘরের ভিতর আলাদা পাত্রে খাচ্ছিল বিড়ালটি। হঠাৎ সেই ঘরে ঢুকে পড়ে একটি টিয়া।
বিড়ালের গায়ে জোরে এক কামড় বসায় টিয়াটি। কামড় খেয়ে লাফিয়ে ওঠে বিড়ালটি। থাবা দিয়ে বার কয়েক মারার চেষ্টা করেও ব্যর্থ হয় সে। বিড়ালটি সরে পড়ায় তার খাবারের পাত্রের উপর উঠে পড়ে টিয়া। বিড়ালটি তাকে তাড়ানোর চেষ্টা করলে টিয়া তার ডানা ঝাপটাতে শুরু করে। টিয়াকে দেখে ভয় পেয়ে যায় বিড়ালটি। পাশে দাঁড়িয়ে টিয়াটিকে তার খাবারে ভাগ বসাতে দেখে বিড়ালটি। টিয়াটিকে তাড়ানোর সাধ্য হয় না তার।