ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জলাশয়ের মধ্যে চলছিল চার বাঘের জলকেলি। গাছ থেকে বসে তা-ই দেখছিল একটি বাঁদর। হঠাৎ গাছের ডাল থেকে নীচের দিকে ঝুলে পড়ল সে। বাঁদরটিকে দেখে লাফিয়ে পড়ল একটি বাঘ। অন্য তিনটি বাঘও গাছের তলায় ঘোরাঘুরি করতে লাগল। কিন্তু শিকারের নাগাল পেল না চার শিকারি। অন্য দিকে জল থেকে নিজের খাবার লুফে আবার লাফিয়ে গাছের ডালে উঠে পড়ল বাঁদরটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন)।
‘নেচার_গ্লো_’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে যে, জলাশয়ের মধ্যে চারটি বাঘ খেলা করছিল। একটি বাঘ অন্য বাঘের পিঠের উপর চেপে বসছে। কেউ আবার জলে সাঁতার কাটছে। ধীরে ধীরে চারটি বাঘই একটি গাছের দিকে এগিয়ে যায়। সেই গাছের ডালে বসেছিল একটি বাঁদর। বাঁদরটিকে দেখে একটি বাঘ উঁচুতে লাফও দেয়। কিন্তু বিশেষ লাভ হয় না।
গাছের তলায় ঘোরাফেরা করছিল বাঘগুলি। গাছের ডাল ধরে সাবধানে নীচের দিকে ঝুঁকে পড়ল বাঁদরটি। তার পর পা বাড়িয়ে জল থেকে খাবার তুলে নিল সে। খাবার নিয়ে আবার গাছের ডালে উঠে পড়ল বাঁদরটি। বাঘগুলি আর তার নাগালই পেল না। বাঁদরামি করেই বাজিমাত করে দিল বাঁদর। ভিডিয়োটি দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। এক জন লিখেছেন, ‘‘বাঁদরটি তো একসঙ্গে চারটি বাঘকে টুপি পরিয়ে দিল।’’