Viral Video

পিছনের পকেটে রাখা ছিল ফোন, ফেটে গিয়ে আগুন ধরে গেল তরুণীর জিন্‌সে! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুপারমার্কেটে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। জিনিসপত্র কিনছেন। ওই তরুণীর জিন্‌সের পিছনে বাঁ দিকের পকেটে মোবাইল রাখা। এমন সময় হঠাৎই ওই ফোনটির বিস্ফোরণ ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৫ ১১:৩১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্যান্টের পিছনের পকেটে রাখা ছিল ফোন। বিস্ফোরণ ঘটে আগুন লেগে গেল মহিলার প্যান্টে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ব্রাজ়িলের আনাপোলিস এলাকার একটি সুপারমার্কেটে ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, সুপারমার্কেটে স্বামীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন এক তরুণী। জিনিসপত্র কিনছেন। ওই তরুণীর জিন্‌সের পিছনে বাঁ দিকের পকেটে মোবাইল রাখা। এমন সময় হঠাৎই ওই ফোনটিতে বিস্ফোরণ ঘটে। ফোন ফেটে আগুন ধরে যায় মহিলার প্যান্টের পিছনে। মহিলার জিন্‌‌স পুড়ে যায়। ভয়ে পেয়ে দৌড়তে শুরু করেন তিনি। তরুণীর স্বামীও তাঁর পিছন পিছন দৌড়ে যান। পুরো ঘটনাটি সুপারমার্কেটের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, যে ফোনটিতে বিস্ফোরণ ঘটেছে সেটি একটি নামী সংস্থার ফোন ছিল। মহিলার প্যান্টে আগুন ধরার ঘটনায় সুপারমার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মহিলাকে দ্রুত হাসপাতালে ভর্তি করানো হয়। তাঁর হাত, পিঠ এবং নিতম্বের বেশ খানিকটা অংশ পুড়ে গিয়েছে। মহিলার চুলও পুড়ে গিয়েছে।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘এসভিএস নিউজ় এজেন্সি’র এক্স হ্যান্ডল থেকে। ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লক্ষ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। অনেকে আবার মহিলার দ্রুত সুস্থতা কামনা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement