প্রতীকী ছবি।
মহিলা যাত্রীকে তাঁর ব্যক্তিগত জীবন এবং প্রেমিক নিয়ে অশালীন প্রশ্ন। অভিযোগ উঠল দুবাইয়ের এক ট্যাক্সিচালকের বিরুদ্ধে। চালকের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিয়ো গোপনে ক্যামেরাবন্দি করেন ওই তরুণী যাত্রী। সেই ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। প্রশ্ন উঠেছে, কী ভাবে এক জন ট্যাক্সিচালক এক মহিলা যাত্রীকে এই ধরনের প্রশ্ন করতে পারেন। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত চালক দুবাইয়ের ‘রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)’-র কর্মী ছিলেন না। তিনি দেইরার একজন স্থানীয় চালক। ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, তরুণী যাত্রীকে ওই চালক জিজ্ঞাসা করছেন যে, তাঁর প্রেমিক আছেন কি না। উত্তরে তরুণী সম্মতি জানালে আরও এক ধাপ এগোন ওই চালক। জিজ্ঞাসা করেন, ‘‘আপনারা কি প্রতি দিন সঙ্গম করেন?’’ তরুণী কিছু ক্ষণ চুপ করে থেকে বলেন, ‘‘না। আমরা প্রতি দিন সঙ্গম করি না।’’ যদিও চালক সে কথা বিশ্বাস না করে তরুণীর ব্যক্তিগত জীবন নিয়ে আরও প্রশ্ন করতে থাকেন। তরুণী সেই সব প্রশ্ন এড়াতে চাইলেও নাছোড়বান্দা চালক প্রশ্ন করতেই থাকেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
‘নাইমা এনএসএ’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় তরুণী জানিয়েছেন, এই প্রথম নয় , এর আগেও ট্যাক্সিচালকদের অবান্তর প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। পাশাপাশি তরুণী জানিয়েছেন, কেবল ভদ্রতার খাতিরে তিনি ওই চালকের সঙ্গে কথা বলছিলেন। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই বহু মানুষ সেটি দেখেছেন। চার লক্ষের বেশি বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নেটাগরিকদের অনেকেই চালকের কড়া শাস্তির দাবি জানিয়েছেন। তবে স্থানীয় ট্যাক্সিতে চড়ার বিষয়ে তরুণীকেও সাবধান করেছেন অনেকে।