Viral Video

প্রেমিকার মন পেতে বাঘের খাঁচায় লাফ! যুবকের কাণ্ডে হুলস্থুল চিড়িয়াখানায়, ভয় ধরানো ভিডিয়ো ভাইরাল

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, চিড়িয়াখানায় বাঘের খাঁচার রেলিং বেয়ে উঠছেন এক যুবক। রেলিং থেকে প্রাচীর লাগোয়া একটি গাছেও উঠে পড়েন তিনি। এর পর এক বার প্রণাম করে গাছ বেয়ে বাঘের খাঁচার দিকে নামার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০১
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকাকে তাক লাগিয়ে দিতে দুঃসাহসিক পদক্ষেপ! চিড়িয়াখানার রেলিং বেয়ে উঠে গাছে চড়ে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন এক যুবক! এ রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুজরাতের অহমদাবাদের কাঁকরিয়া চিড়িয়াখানায় ঘটনাটি ঘটেছে। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, চিড়িয়াখানায় বাঘের খাঁচার রেলিং বেয়ে উঠছেন এক যুবক। রেলিং থেকে প্রাচীর লাগোয়া একটি গাছেও উঠে পড়েন তিনি। এর পর এক বার প্রণাম করে গাছ বেয়ে বাঘের খাঁচার ভিতর নেমে পড়েন। বাঘটি তখন খেয়েদেয়ে বিশ্রাম নিচ্ছিল। যুবকের দিকে নজর পড়েনি তার। কিছু ক্ষণ পরে অবশ্য বিষয়টি নিরাপত্তারক্ষীদের নজরে পড়ে। যুবককে পাকড়াও করে বাইরে বার করে আনা হয়। পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাঁকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক স্বীকার করেছেন যে, প্রেমিকাকে তাক লাগাতেই ওই দুঃসাহসিক কাণ্ড করে বসেন তিনি।

‘জিতেন্দ্র প্রতাপ সিংহ’ নামে এক্স হ্যান্ডল থেকে গত বুধবার ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লক্ষাধিক বার দেখা হয়েছে সেই ভিডিয়ো। নিন্দার ঝড় উঠেছে সমাজমাধ্যমে। অনেকেই যুবকের আচরণের সমালোচনা করেছেন। ভিডিয়ো দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘প্রেমিকা এবং রিলের জন্য আজকালকার ছেলেরা যা খুশি করতে পারে। এই ঘটনা নিন্দনীয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement