Viral Video

মায়ের কাছ থেকে সন্তানকে ছিনিয়ে নিল চিতাবাঘ, মহিষশাবক শিকার করে জঙ্গলে দৌড় হিংস্র শ্বাপদের

দু’টি মহিষ তাদের সন্তানদের নিয়ে ঘাস খাচ্ছিল। ঝোপঝাড়ের আড়াল থেকে সে দিকে লক্ষ করছিল একটি চিতাবাঘ। হেলেদুলে মহিষদের দিকে এগিয়ে যাচ্ছিল সে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ১৪:৫২
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

ঘাসজমিতে জমে রয়েছে জল। সেখানে সন্তানদের নিয়ে খাওয়াদাওয়া সারছিল দু’টি মহিষ। দূর থেকে শিকার দেখতে পেয়ে সে দিকে এগিয়ে গেল এক চিতাবাঘ। মহিষের সঙ্গে লড়াই করে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল চিতাবাঘটি। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘লেসিথা_প্রাভাথ’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দু’টি মহিষ তাদের সন্তানদের নিয়ে ঘাস খাচ্ছিল। ঝোপঝাড়ের আড়াল থেকে সে দিকে লক্ষ করছিল একটি চিতাবাঘ। হেলেদুলে মহিষদের দিকে এগিয়ে যাচ্ছিল সে। চিতাবাঘটির যে শিকার করার উদ্দেশ্য, তা বুঝতে পারেনি মহিষেরা।

হঠাৎ করে একটি মহিষের পাশে গিয়ে তার সন্তানকে ছিনিয়ে নিয়ে জঙ্গলের দিকে দৌড়ে গেল চিতাবাঘটি। সন্তানকে বাঁচানোর জন্য চিতাবাঘের পিছনে দৌড়ে যায় মহিষটিও। কিন্তু মহিষশাবককে বাঁচাতে পারল না সে। শিকার নিয়ে পালিয়ে গেল হিংস্র শ্বাপদ। এই দৃশ্যটি শ্রীলঙ্কার একটি জঙ্গলে ক্যামেরাবন্দি করা হয়েছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘মহিষটিকে দেখে কষ্ট হচ্ছে। সন্তানকে চোখের সামনে মৃত্যুর মুখে চলে যেতে দেখল সে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement