—প্রতিনিধিত্বমূলক ছবি।
কর্নাটকে আপাতত চলতে পারবে না কোনও বাইক-ট্যাক্সি! বুধবার এই নির্দেশ দিয়েছে কর্নাটক হাই কোর্ট। আগামী ছ’সপ্তাহের মধ্যে কর্নাটকে সব বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে কর্নাটক সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে, বাইক-ট্যাক্সির বিষয়ে তিন মাসের মধ্যে নিয়মবিধি এবং গাইডলাইন নির্ধারণ করতে হবে।
বাণিজ্যিক পরিবহণে ব্যবহারের জন্য গাড়ির হলুদ নম্বর প্লেট থাকে। কিন্তু সাদা নম্বর প্লেটের বাইককে বাণিজ্যিক ভাবে ব্যবহার করা যায় কি না, তা নিয়ে দ্বন্দ্ব তৈরি হয়েছিল। কর্নাটক সরকার জানিয়েছিল, সাদা নম্বর প্লেট থাকায় বাইকগুলিতে বাণিজ্যিক ক্ষেত্রে অনুমতি দেওয়া যাবে না। তা নিয়ে আদালতের দ্বারস্থ হয় বিভিন্ন অ্যাপনির্ভর পরিবহণ সংস্থাগুলি। বুধবার ওই মামলায় কর্নাটক হাই কোর্টের বিচারপতি বিএম শ্যামপ্রসাদের নির্দেশ, ছ’সপ্তাহের মধ্যে সে রাজ্যে বাইক-ট্যাক্সি পরিষেবা বন্ধ করতে হবে অ্যাপনির্ভর পরিবহণ সংস্থাগুলিকে। বাইক-ট্যাক্সি চালানোর জন্য কী কী নিয়মবিধি মানতে হবে, সে বিষয়েও কর্নাটক সরকারকে প্রয়োজনীয় গাইডলাইন স্থির করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী তিন মাসের মধ্যে সরকারকে ওই গাইডলাইন স্থির করতে হবে বলে জানিয়েছেন বিচারপতি।
সরকার গাইডলাইন স্থির না-করা পর্যন্ত সে রাজ্যে কোনও বাইক-ট্যাক্সি পরিষেবা চালাতে পারবে না অ্যাপনির্ভর পরিবহণ সংস্থাগুলি। আগামী ছ’সপ্তাহের মধ্যে সব বাইক-ট্যাক্সির পরিষেবা বন্ধ করার বিষয়টি নিশ্চিত করতে কর্নাটক সরকার এবং সে রাজ্যের পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছে আদালত।