Viral Video

হঠাৎই উঠে পড়লেন মঞ্চে, ছাত্রীদের সঙ্গে রজনীকান্তের গানে নেচে আগুন ঝরালেন অধ্যাপক! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলাপুঝার সনাতন ধর্ম কলেজের বিকম বিভাগে নবীনবরণের সেই অনুষ্ঠান চলছিল। সেখানেই ছাত্রীদের সঙ্গে নেচে আগুন ঝরান ওই বিভাগের বিভাগীয় প্রধান বিনীত ভিসি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ নভেম্বর ২০২৪ ০৯:২০
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

কলেজের নবীনবরণ অনুষ্ঠান। বিকম বিভাগের নবাগতদের অভ্যর্থনা জানাতে দক্ষিণী ‘সুপারস্টার’ রজনীকান্ত অভিনীত ‘ভেট্টাইয়ন’ ছবির ‘মনসিলায়ো’ গানে নাচছিলেন সেই বিভাগেরই জনা কয়েক ছাত্রী। হাততালি পড়ছিল মুহুর্মুহু। তবে সেই হাততালির রেশ আরও বাড়ল হঠাৎ করেই। মঞ্চে উঠে ছাত্রীদের সঙ্গেই নাচতে শুরু করলেন বিভাগীয় প্রধান। রজনীকান্তের ছবির গানে নেচে মাতিয়ে দিলেন তিনি। বিভাগীয় প্রধানকে ও ভাবে নাচতে দেখে বাকি পড়ুয়াদের মধ্যেও হইচই পড়ে যায়। অধ্যাপকের নাচ দেখে গলা ফাটাতে শুরু করেন অনেকে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, আলাপুঝার সনাতন ধর্ম কলেজের বিকম বিভাগে নবীনবরণের সেই অনুষ্ঠান চলছিল। সেখানেই ছাত্রীদের সঙ্গে নেচে আগুন ঝরান ওই বিভাগের বিভাগীয় প্রধান বিনীত ভিসি। অমল ভি নাথ নামে এক পড়ুয়া বিভাগীয় প্রধানের সেই নাচ ক্যামেরাবন্দি করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। সমাজমাধ্যম ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় কুড়ি লক্ষ বার দেখা হয়েছে সেটি। নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করেছেন সেই ভিডিয়ো দেখে। এক জন লিখেছেন, ‘‘যখন ছাত্র-ছাত্রীদের সঙ্গে অধ্যাপকের ভাবনা মিলে যায়, তখন এমনটাই হয়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement