ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।
বিয়ে করে ঘর ছাড়ছেন নববধূ। পাকাপাকি ভাবে থাকতে যাচ্ছেন শ্বশুরবাড়িতে। কান্না কি আর থামে! কিন্তু সেই নববধূকে কাঁদতে দেখে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে ফেললেন নতুন বরও। পাত্রীকে ছেড়ে তাঁকেই ভোলাতে শুরু করলেন পরিবারের সদস্যেরা। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। তার পরেই ‘আদর্শ স্বামী’র তকমা পেয়েছেন ওই পাত্র। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ের পরের দিন সকালে একটি জায়গায় বসে রয়েছেন পাত্র-পাত্রী। খুব শীঘ্রই বাপের বাড়ি ছাড়বেন নববধূ। সকলে তাঁদের আশীর্বাদ করছেন। এমন সময় হঠাৎই ডুকরে কেঁদে ওঠেন নববধূ। তাঁকে শান্ত করার জন্য অনেকেই এগিয়ে আসেন। তাঁর গায়ে-মাথায় হাত বুলিয়ে দেন আত্মীয়েরা। তবে সেই দৃশ্য দেখে আবেগপ্রবণ হয়ে ওঠেন পাত্রও। তাঁরও চোখে জল চলে আসে। তিনিও কেঁদে ফেলেন। তখন কনেকে ছেড়ে বরের দিকে এগিয়ে যান বাকিরা। তাঁর চোখ মুছিয়ে দেন। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। লাইক পড়েছে ৬০ হাজারেরও বেশি। নতুন বরের নরম মনের প্রশংসাও করতে দেখা গিয়েছে নেটাগরিকদের একাংশকে। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘একে বলে বিশুদ্ধ ভালোবাসা। সত্যিই একজন ভাল মানুষের সঙ্গে বিয়ে হয়েছে।’’