Viral Video

সাপ না দানব! শিকার খুঁজতে দেওয়াল বেয়ে ওঠা অজগরকে দেখে উঠল প্রশ্ন, প্রকাশ্যে ভিডিয়ো

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিশালাকার অজগরটি একটি বাড়ির দেওয়াল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে। শরীরের একাংশ তখনও বাইরে ঝুলে রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৬:২৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

একি সাপ না দানব! সমাজমাধ্যমে ভাইরাল অজগরের একটি ভিডিয়ো দেখে প্রশ্ন উঠছে এমনটাই। এমনিতে সাপ দেখলেই গায়ে শিরশিরে অনুভূতি হয় অনেকের। কিন্তু এই সাপটিকে দেখলে বুক দুরদুর করতে বাধ্য। কারণ এই সাপ দৈর্ঘ্যে প্রস্থে বিশাল। অ্যানাকন্ডাকেও টক্কর দিতে পারে।

Advertisement

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিশালাকার অজগরটি একটি বাড়ির দেওয়াল টপকে শিকারের খোঁজে এগোচ্ছে। শরীরের একাংশ তখনও বাইরে ঝুলে রয়েছে। সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়োটি ‘সুশান্ত নন্দ’ নামে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। (যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।) ওই পোস্টে বলা হয়েছে, ভিডিয়োটি মায়ানমারের এবং এই সাপ পৃথিবীর সবচেয়ে ভারী এবং দীর্ঘ সরীসৃপগুলির অন্যতম। দক্ষিণ-পশ্চিম এশিয়ার এই সাপটি জলি আজগর নামে পরিচিত।

ভিডিয়োটি গত বছরের মার্চ মাসের হলেও সম্প্রতি সেটি আবার ভাইরাল হয়েছে। ভিডিয়োটি দেখেওছেন বহু মানুষ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement