Viral Video

ভারতীয়দের সঙ্গে যোগাযোগের সঠিক নিয়ম কী? ভিডিয়ো প্রকাশ করে উপায় বাতলালেন পাক চিকিৎসক

সীমান্ত এলাকায় ক্যামেরাবন্দি করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক দল পাকিস্তানি নদীর এ পারে দাঁড়িয়ে থাকা ভারতীয়দের দিকে হাত নাড়ছেন। সেখানেই ন’টি উপায়ে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার উপায় বাতলেছেন ওই চিকিৎসক।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৪ ১৪:২৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

সীমান্তের এ পারে ভারতীয়দের সঙ্গে সঠিক ভাবে যোগাযোগ করতে কী করা উচিত? ন’টি উপায় বাতলে ভিডিয়ো পোস্ট করলেন পাকিস্তানের এক চিকিৎসক। সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হতেই হইচই। ওই চিকিৎসকের প্রশংসা করতেও দেখা গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের একাংশকে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ইনস্টাগ্রামে ভিডিয়োটি পোস্ট করেছেন মরিয়ম ফাতিমা নামে এক পাক চিকিৎসক তথা নেটপ্রভাবী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘‘সীমান্তের ও পারে প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগের উপায়। নিয়ন্ত্রণরেখায় এ রকম আরও মজার জিনিস করা যায়। শান্তিও পাওয়া যায়।’’

সীমান্ত এলাকায় ক্যামেরাবন্দি করা ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক দল পাকিস্তানি নদীর এ পারে দাঁড়িয়ে থাকা ভারতীয়দের দিকে হাত নাড়ছেন। সেখানেই ন’টি উপায়ে ভারতীয়দের সঙ্গে যোগাযোগ করার উপায় বাতলেছেন ওই চিকিৎসক।

Advertisement

গত ৯ জুলাই পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ১৮ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োয় মন্তব্যও করেছেন অনেকে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী এক ভারতীয় লিখেছেন, ‘‘খুবই ভাল লাগল ভিডিয়োটি দেখে। এই ভারতীয়ের তরফে অনেক ভালবাসা নিয়ো।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement