Viral Video

জেলে বসে মদ-মাংসের সুখবিলাস, সঙ্গী সিগারেট, নজর মোবাইলে! চার বন্দির ভিডিয়ো ভাইরাল হতে হইচই

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জেলের ভিতরে শতরঞ্জি পেতে গোল হয়ে বসে রয়েছেন চার বন্দি। তাঁদের মাঝখানে খাবারের একটি প্লেট এবং সামনে একটি করে গ্লাস রাখা। বোতল থেকে গ্লাসগুলিতে মদ ঢালছেন এক বন্দি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ ১৬:০৬
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

এক হাতে সিগারেট। অন্য হাতে মদের গ্লাস। এক জন তো আবার মোবাইল নিয়েও ঘাঁটাঘাঁটি করছেন। চার জেলবন্দি অপরাধীর ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে কর্নাটক জুড়ে। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুর্গি কেন্দ্রীয় কারাগারে। সেখানেই চার বন্দিকে জেলের ভিতর আয়েশ করে মদের আসর বসাতে দেখা গিয়েছে।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জেলের ভিতরে শতরঞ্জি পেতে গোল হয়ে বসে রয়েছেন চার বন্দি। তাঁদের মাঝখানে খাবারের একটি প্লেট এবং সামনে একটি করে গ্লাস রাখা। বোতল থেকে গ্লাসগুলিতে মদ ঢালছেন এক বন্দি। এক জন আবার সিগারেটে সুখটান দিচ্ছেন। মোবাইল নিয়ে খুটখুট করছেন অন্য এক জন। সব মিলিয়ে আসর জমিয়েছেন ওই চার বন্দি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। অন্য একটি ভিডিয়োতে আবার ওই জেলকুঠুরিতে বান্ডিল বান্ডিল গুটখা এবং সিগারেট পড়ে থাকতেও দেখা গিয়েছে।

কালাবুর্গি কেন্দ্রীয় কারাগারের ভিডিয়ো বলে দাবি করা ওই ভিডিয়ো প্রকাশ্যে আসে ৭ ডিসেম্বর। ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে পড়েন কারাগার কর্তৃপক্ষ। জেলের মধ্যে বন্দিরা কী ভাবে সিগারেট-মদ খাচ্ছেন? মোবাইলই বা এল কোথা থেকে? উঠেছে একের পর এক প্রশ্ন। যদিও জেল কর্তৃপক্ষের দাবি, ভিডিয়োটি দু’মাস আগের এবং ভিডিয়োয় যে পানীয় দেখা গিয়েছে, তা মদ না-ও হতে পারে। গত ৫ ডিসেম্বর ওই চার বন্দিকে অন্য কারাগারে স্থানান্তরিত করা হয়েছে বলেও খবর।

Advertisement

উত্তর কর্নাটক নিউজ়ের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রতিক্রিয়ার ঝড় উঠেছে সমাজমাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement