Bizarre News

বিমানের প্যান্ট্রিতে সঙ্গম যুগলের! ক্যামেরাবন্দি করে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাইলটদের বিরুদ্ধে

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে বিমান সংস্থা ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ ১৪:১৩
Share:

—প্রতীকী ছবি।

যাত্রিবাহী বিমানের অন্দরে সঙ্গম করছিলেন যুগল। সেই ভিডিয়ো ভাইরাল হতেই বিপাকে বিদেশি বিমান সংস্থা। সংস্থার তরফে ওই বিমানের কর্মীদের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা হয়েছে বলেও খবর। পুরো ঘটনায় হইচই পড়েছে। কী ভাবে দম্পতির গোপন মুহূর্তের ভিডিয়ো এ ভাবে ক্যামেরাবন্দি করে নেটমাধ্যমে ছড়িয়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ‘সুইস এয়ার’-এর একটি বিমানে। বিমানের প্যান্ট্রিতে ঢুকে সঙ্গম করছিলেন এক যুগল। সেই ঘটনা ককপিট-নিয়ন্ত্রিত নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়ে। কিছু দিনের মধ্যে ভাইরাল হয়ে যায় ভিডিয়ো। অভিযোগ, বিমানের কর্মীরাই ভিডিয়োটি ইন্টারনেটে ছড়িয়েছেন। আর তার পরেই সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়েছে ওই বিমান সংস্থা। বিমানকর্মীদের আচরণে উদ্বেগ প্রকাশ করেছেন নেটাগরিকেরাও।

এক জন এক্স ব্যবহারকারীর পোস্টে লেখা, ‘‘সুইস এয়ারের বিমানটি ব্যাঙ্কক থেকে জুরিখ যাচ্ছিল। প্রথম শ্রেণিতে যাত্রা করছিলেন ওই দু’জন। গোপনে তাঁদের সঙ্গমের ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন পাইলটেরা। ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।’’

Advertisement

অন্য দিকে, সুইস এয়ার মুখপাত্র মেইক ফুলরট সংবাদমাধ্যম ‘ডেলি মেল’কে বলেছেন, ‘‘যাত্রীদের সম্মতি ছাড়া এই ধরনের ভিডিয়ো রেকর্ড করা এবং তা এ ভাবে ছড়িয়ে দেওয়া মূল্যবোধের পরিপন্থী। এ ক্ষেত্রে সুরক্ষাবিধিও লঙ্ঘন করা হয়েছে।’’ কী ভাবে ভিডিয়োটি ছড়িয়ে পড়ল এবং এর নেপথ্যে অন্য কোনও বিমানকর্মীর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন মেইক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement