Viral Video

কোটি টাকার তক্ষক বনাম সাপ! ভয়ঙ্কর সরীসৃপদের যুদ্ধে জিতল কে? ভাইরাল ভিডিয়োয় হইচই

‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষ বারের বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ০৭:৫৯
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

মাটিতে শুয়ে ধুন্ধুমার লড়াই সাপ এবং তক্ষকের! একে অপরকে কামড়ে ধরে চলছে ‘যুদ্ধ’। তবে শেষমেশ জয় হল সাপেরই। এমনই এক গায়ে কাঁটা দেওয়া ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বালি মাটির উপর লড়াই বেধেছে দুই সরীসৃপের। একে অপরকে মুখে করে কামড়ে ধরেছে একটি সবুজরঙা সাপ এবং একটি নীল রঙের বিরল টোকে তক্ষক। বেশ কিছু ক্ষণ লড়াই চলার পর তক্ষকটিকে বাগে আনে ভয়ঙ্কর দর্শন সাপটি। তাকে মুখে করে নিয়ে চলে যায় গন্তব্যের দিকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

‘নেচার ইজ় ব্রুটাল’ নামে এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন। প্রায় ১০ লক্ষ বারেরও বেশি দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক-কমেন্টের ঝড় উঠেছে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘নৃশংস! কিন্তু প্রকৃতিতে টিকে থাকতে হলে লড়াই তো করতেই হবে।’’ দ্বিতীয় জন আবার লিখেছেন, ‘‘এই যুদ্ধ সমানে সমানে টক্কর হয়েছে। তবে উভয় প্রাণীকেই দেখতে ভয়ঙ্কর।’’

Advertisement

উল্লেখ্য, টোকে তক্ষক বিরল এবং অত্যন্ত মূল্যবান একটি প্রাণী। এশিয়ায় সবচেয়ে বেশি পাচার হওয়া সরীসৃপদের মধ্যে অন্যতমও বটে। এই প্রাণী থেকে বিভিন্ন ওষুধ তৈরি হয়। আন্তর্জাতিক বাজারে এই বিশেষ তক্ষকগুলি কোটি কোটি টাকায় বিক্রি হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement