ছবি: এক্স থেকে নেওয়া।
বিষাক্ত সাপের সঙ্গে ভয়ঙ্কর লড়াই। সাপটিকে প্রায় নাকাল করে ফেলল সহস্রপদ প্রাণী। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ঘটনার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে বিশালাকার বিষাক্ত সাপের সঙ্গে লড়াই চলছে এক সহস্রপদের। সহস্রপদটি কেন্নোর মতো দেখতে হলেও আকারে বেশ বড়। অগুনতি পায়ের সেই প্রাণী সমানে টক্কর দিয়ে চলেছে সাপটিকে। এক সময় সাপের মুখও কামড়ে ধরে থাকতে দেখা গিয়েছে ওই প্রাণীটিকে।
ভাইরাল সেই ভিডিয়োটি ‘ওয়াইল্ডলাইফ আনসেন্সরড’ নামের এক্স হ্যান্ডল থেকে গত ২৪ ডিসেম্বর পোস্ট করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ২০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। সমাজমাধ্যমে লাইক-কমেন্টের ছড়াছড়ি পড়েছে। অনেকে অনেক রকম মন্তব্যও করেছেন ভিডিয়োটি দেখে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘লড়াইয়ে শেষমেশ কে জিতল? জানতে মন চাইছে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এত বড় সহস্রপদ প্রাণী আমি দেখিনি। কী ভয়ঙ্কর!’’