Viral Video

বন্ধু মৃত্যুশয্যায়, বৃদ্ধাকে দেখতে গুটি গুটি পায়ে হাসপাতালে গজরাজ! আদরও করল শুঁড় দিয়ে

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক বৃদ্ধা। তাঁকে ঘিরে রয়েছেন হাসপাতালের কর্মী এবং আত্মীয়স্বজনেরা। এমন সময় সেখানে উপস্থিত হয় একটি হাতি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:১৭
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

তাকে যিনি দেখভাল করতেন, তিনি মৃত্যুশয্যায়। এত দিনের সঙ্গীকে দেখতে হাসপাতালে পৌঁছল গজরাজ। গুটি গুটি পায়ে হাসপাতালে ঢুকেও গেল। শুঁড় দিয়ে স্নেহের পরশ এঁকে দিল বন্ধুর গায়ে। এমনই একটি মনখারাপ করে দেওয়া ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরালও হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন এক বৃদ্ধা। তাঁকে ঘিরে রয়েছেন হাসপাতালের কর্মী এবং আত্মীয়স্বজনেরা। এমন সময় সেখানে উপস্থিত হয় একটি হাতি। হাঁটু মুড়ে, মাথা নিচু করে হাসপাতালে ঢোকে সে। গুটি গুটি পায়ে এগিয়ে যায় বৃদ্ধার বিছানার দিকে। সেখানে গিয়ে শুঁড় বুলিয়ে শয্যাশায়ী বন্ধুকে আদর করে। ওই বৃদ্ধাও তার পর হাতির শুঁড়ে হাত বুলিয়ে স্নেহ প্রকাশ করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

গত ৬ ফেব্রুয়ারি ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ৬০ লক্ষেরও বেশি বার ভিডিয়োটি দেখা হয়েছে। লাইক-কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ভালবাসার বিশুদ্ধতম রূপ। প্রাণীদের ভালবাসলে, যত্ন নিলে, ভালবাসা ফেরত দেয় তারা।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘হাতিদের আকার এবং আবেগ— উভয়ই বড়। তাদের হৃদয়ও বড়।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement