Bizarre Incident

স্ত্রীর পায়ে কামড় বিষাক্ত সাপের, সময় নষ্ট না করে ক্ষতস্থান থেকে বিষ চুষলেন স্বামী! তার পর...

বুধবার রাতে ঘটনাটি ঘটে। বাড়ির বাইরে যাওয়ার জন্য দরজা খুলছিলেন শাদি মদনপুর গ্রামের ২৬ বছর বয়সি তরুণী নিসাদ খাতুন। তখনই একটি বিষাক্ত সাপ ছোবল মারে তাঁর ডান পায়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:২৬
Share:
Deadly snake bites woman, her husband try to suck out poison

—প্রতীকী ছবি।

সাপ কামড়েছিল স্ত্রীকে। ক্ষতস্থান চুষে বিষ বার করলেন স্বামী। কিন্তু কী হল তার পর? সেই ঘটনার খবর প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বান্দা জেলার চিল্লা থানা এলাকার শাদি মদনপুর গ্রামে।

Advertisement

প্রতিবেদন অনুযায়ী, বুধবার রাতে ঘটনাটি ঘটে। বাড়ির বাইরে যাওয়ার জন্য দরজা খুলছিলেন শাদি মদনপুর গ্রামের ২৬ বছর বয়সি তরুণী নিসাদ খাতুন। তখনই একটি বিষাক্ত সাপ ছোবল মারে তাঁর ডান পায়ে। ভয়ে, ব্যথায় চিৎকার করে ওঠেন তিনি। সঙ্গে সঙ্গে দৌড়ে আসেন তাঁর স্বামী শামসাদ। তবে আতঙ্কিত হয়ে পড়েননি তিনি। ঠান্ডা মাথায় পরিস্থিতি সামাল দেন। বিষ যাতে না ছড়ায়, তার জন্য ক্ষতস্থানের একটু উপরে শক্ত করে কাপড় বেঁধে দেন। তার পর হাত দিয়ে ক্ষতস্থান চেপে ধরেন। ফিল্মি কায়দায় মুখ দিয়ে বিষ চোষার চেষ্টা করেন। এর কিছু ক্ষণ পরে নিসাদের মাথা ঘোরা এবং বমি বমি ভাবের মতো উপসর্গ দেখা দেয়। কিন্তু শামসাদ সম্পূর্ণ সুস্থ ছিলেন। দু’জনকেই জেলা হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যেরা। চিকিৎসকেরা তাঁদের পর্যবেক্ষণে রাখেন। চিকিৎসকদের দেখরেখে কিছু ক্ষণ পরে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন নিসাদ। চিকিৎসকেরা দম্পতিকে ছেড়ে দেন।

শামসাদের পরিবারের সদস্য খালিক জানান, নর্দমা দিয়ে সাপটি ঘরে ঢুকেছিল। নিসাদ দরজা খোলার সময়ই সাপটি ছোবল মারে তাঁকে। কিন্তু এক মুহূর্ত দেরি না করে ক্ষতস্থান থেকে বিষ চুষতে শুরু করেন শামসাদ। বিষয়টি প্রকাশ্যে আসতেই হইচই পড়েছে সমাজমাধ্যমে। অনেকেই যুবকের সাহসিকতার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অনেকে আবার এই ভাবে বিষ চুষে নেওয়ার বিরোধিতা করেছেন। এর ফলে শামসাদের মৃত্যু পর্যন্ত হতে পারত বলেও আশঙ্কা করেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement