ছবি: এক্স থেকে নেওয়া।
এক মনে মন্দিরের স্তম্ভ প্রদক্ষিণ করছিলেন এক পুণ্যার্থী। ভক্তিভরে মাথা ঠেকাচ্ছিলেন স্তম্ভে। হঠাৎ বুক চেপে মাটিতে লুটিয়ে পড়লেন। আর উঠে দাঁড়াতে পারলেন না। হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল যুবকের। সোমবার হায়দরাবাদের কুকাটপল্লি হাউসিং বোর্ড কলোনির অঞ্জনেয়া স্বামী মন্দিরের ঘটনাটি ঘটেছে। ৩১ বছরের ওই যুবকের নাম বিষ্ণুবর্ধন বলে জানা গিয়েছে। তিনি সত্যসাই জেলার কাদিরির বাসিন্দা। হায়দরাবাদের একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি।
পুরো ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যাতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মন্দির চত্বরে ঘোরাফেরা করছেন অনেক পূণ্যার্থী। অনেকের হাতে পুজোর ডালা। সেখানেই দেখা গিয়েছে, মন্দিরের চাতালে ঘোরাফেরা করছেন বিষ্ণুবর্ধন। এর পর মন্দিরের একটি স্তম্ভ প্রদক্ষিণ করতে দেখা যায় তাঁকে। দেখা যায়, প্রতি বার প্রদক্ষিণের পর ওই স্তম্ভে ভক্তিভরে মাথা ঠেকাচ্ছেন তিনি। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত অনেকে তাঁর দিকে এগিয়ে আসেন। তাঁর বুক চেপে ধরে ‘সিপিআর’ দেওয়ার চেষ্টা করেও লাভ হয়নি। এর পর জরুরি চিকিৎসাকর্মীদের ঘটনাস্থলে ডাকা হয়। কিন্তু তাঁরা পরীক্ষা করে বিষ্ণুবর্ধনকে মৃত বলে ঘোষণা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষ্ণুবর্ধন আধ্যাত্মিক জীবনযাপন করতেন এবং প্রতি দিন ওই মন্দিরে যেতেন। বিষ্ণুবর্ধনের অকালমৃত্যুতে তাঁর আত্মীয় এবং মন্দিরের ভক্তেরা শোকপ্রকাশ করেছেন। অন্য দিকে ঘটনার সঠিক ক্রম বোঝার জন্য মন্দিরে বসানো সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ। প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও কথা বলা হচ্ছে।